জ্বলদর্চি

লোক কথা -বোকা তাঁতি - ১৯ / সুব্রত কুমার মান্না


লোককথা - বোকা তাঁতি

পর্ব - ১৯

সু ব্র ত কু মা র  মা ন্না 


'ভালো কিছু খাবার নিয়ে নদীর পাড়ে এসো'

একদিন গ্রামের পথে বাড়ি ফেরার সময় এক ব্রাহ্মণ পণ্ডিত বােকা তাঁতির সাথে মজা করে বলে, তাের মরার দিন ঘনিয়ে এসেছে। কিছু দিনের মধ্যেই তাের পিছনে লাল সুতাে বেরােলেই তুই মারা যাবি।

বােকা তাঁতি পণ্ডিতের কথায় বিশ্বাস করে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলল ভালােমন্দ রান্না করতে। তাঁতির বৌ কোন কিছু প্রশ্ন না করেই, রান্না করে তাঁতিকে খাওয়ালাে। 

পরদিন সকালে উঠেই তাঁতি দেখে তার পিছনে সুতাে বেরিয়েছে কিনা। বেশ কিছুদিন যাবার পর একদিন কিভাবে একটি লাল সুতাে তার পিছনের পােশাকের সঙ্গে আটকে যায়। সে ভাবে তার মরার দিন এসেছে। সে বৌকে বলে, "ভালাে কিছু খাবার নিয়ে নদীর পাড়ে এসাে।" তারপর বৌকে বলে একটা গর্ত করতে। সেই গর্তে মাথা বাদে পুরাে শরীর ঢুকিয়ে সে বসে থাকে। তারপর বৌকে সব কথা বলে। বৌ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। সারারাত গর্তের মধ্যে থেকেও তাঁতি যখন মরল না - সকালে বাড়ি ফিরে এলাে। দেখে সেই সুতাটা আর নেই। 

বৌ তার বােকামির জন্য অনেক গালমন্দ করে। বােকা তাঁতি পণ্ডিতের বদমাসি বুঝতে পারে।

Post a Comment

0 Comments