৬/৯/২০২০
১) কোভিড ১৯ ভ্যাকসিন ট্রায়ালে বাজিমাত করল রুশ টীকা, নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া!
২) আই পি এল(২০২০)-এর চূড়ান্ত ক্রীড়াসূচী প্রকাশিত হল,উদ্বোধনী ম্যাচ ১৯ সেপ্টেম্বর, চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ানস মুখোমুখি।
৩) রাজ্যে লোকাল ও মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু করতে চেয়ে রেল বোর্ডের চেয়ারম্যান-কে চিঠি দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব!
৪) অষ্ট্রেলিয় সংবাদসূত্রে জানানো হয়েছে যে গত ১০০ বছরে এই নিয়ে ৩ বার সিডনি উপকূলে গ্রহের সবথেকে বড় প্রাণী নীল তিমি দেখা গেছে।
৫) মার্কিন ম্যাগাজিন "ফোর্বস"-এর সমীক্ষা অনুযায়ী বিশ্বের বেশী অর্থ উপার্জনকারীর তালিকায় ভারতীয় অভিনেতা অক্ষয়কুমার ৬ষ্ঠ স্থানে রয়েছেন( আয় ৩৬২ কোটি টাকা!), শীর্ষে আছেন "দ্য রক্" ডোয়েন জনসন (আয় ৬৫৪ কোটি টাকা!)!
৬) দেশে রেকর্ড সংখ্যক করোনায় সংক্রমণ, গত ২৪ ঘন্টায় ৯০,৬৩৩ জন!
৭) কলকাতার চেতলা অগ্রণী ক্লাব-এর এবারের পুজোর থিম্ -"দুঃসময়"!
৮) আগামীকাল রাজ্যে একদিনের পূর্ণাঙ্গ লকডাউন!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________________________
এ ক টু হা সু ন
শিক্ষক : হ্যাঁরে পাপ্পু, 'মেল' সম্বন্ধে কি জানিস বল-
পাপ্পু : স্যার, মেল দু'প্রকার-১)ই মেল, ২)ফিমেল!
মূহুর্তের মধ্যে দু'রকম মেল-ই দ্রুত খবর ছড়িয়ে দিতে পারে।
_________________________________________
আজ প্রকাশিত হল
জ্বলদর্চি কুইজ - ৬
www.jaladarchi.com
0 Comments