জ্বলদর্চি

৭ সেপ্টেম্বর ২০২০


আ জ  কে  র  দি  ন 

7  September  2020
বাংলায় ------- ২১ ভাদ্র ১৪২৭ সোমবার 

আজ, জনপ্রিয় কবি- লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট।নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনামেও লিখেছেন।  ১৯৮৫  খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন 

আজ, বাঙালি  সাহিত্যিক  আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন। ইনি প্রায় একশো কুড়ি - পঁচিশটার মত উপন্যাস লেখেন।প্রথম গল্প 'নার্স মিত্র' ---যা থেকে পরবর্তী কালে বিখ্যাত সিনেমা 'দীপ জ্বেলে যাই' নির্মিত।তার সৃষ্ট বিখ্যাত বাঙালী কাল্পনিক চরিত্র পিনডিদা।


আজ, বাঙালি চিন্তাবিদ ও সাহিত্যিক রাজনারায়ণ বসুর জন্মদিন। ১৮৫১ সালে তিনি মেদিনীপুর জেলা (বর্তমান নাম কলিজিয়েট স্কুল)স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।ইনি বিভিন্ন উপনিষদ  ইংরাজীতে  অনুবাদ করেন। 

আজ,স্বনামধন্য চিকিৎসা বিজ্ঞানী কুমুদশঙ্কর রায়ের জন্মদিন। ব্রিটিশ ভারতের অন্যতম প্রাথমিক যক্ষ্মা গবেষক এবং অনুশীলনকারী।

আজ, ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের জন্মদিন। ১৫৩৩-১৬০০ পর্যন্ত তাঁর  রাজত্বকাল।এই সময় ইংল্যাণ্ডের ইতিহাসে এলিজাবেথীয় যুগ নামে পরিচিত।  

১৯৩১ সালে আজকের দিনে লণ্ডনে দ্বিতীয় গোলটেবিল  বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আজ, ভারতীয় বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের প্রয়াণ দিবস । ইনি  যুগান্তর  দলের সদস্য ছিলেন।


মনীষী উবাচ :

সম্পূর্ণ ভার জিনিসটা বড়ো অসহ্য। পরমাত্মীয়ের পক্ষেও দুর্বহ।( রবীন্দ্রনাথ ঠাকুর)
___________________________________________
                      www.jaladarchi.com
 

Post a Comment

1 Comments

  1. কবি ও সব মনীষীকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।

    ReplyDelete