জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ৭ সেপ্টেম্বর ২০২০

৭/৯/২০২০

১) জাপানের উপকূলবর্তী এলাকায় সামুদ্রিক ঘূর্ণিঝড় "হাইসেন"-এর ভয়ংকর দাপট! 

২) চাঁদে পাড়ি দিতে চলেছে "চন্দ্রযান ৩",২০২১ সালের গোড়াতেই ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত! 

৩) ওড়িশা উপকূলের বালাসোরের 'এ পি জে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ'-থেকে সাফল্যের সঙ্গে "হাইপারসনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটর ভেহিকল"-এর সফল পরীক্ষায় আমেরিকা,রাশিয়া এবং চীনের পর বিশ্বের ৪র্থ দেশ হিসেবে হাইপারসনিক প্রযুক্তিধর দেশের স্বীকৃতি পেল ভারত

৪) ভারতের সবথেকে শিক্ষিত রাজ্যের শিরোপা আবার পেল  কেরল(শিক্ষিতের হার ৯৬.২ শতাংশ)!২য় স্থানে দিল্লি(৮৯ শতাংশ),সবথেকে বেশি অশিক্ষার হার অন্ধ্রপ্রদেশে(৬৬.৪ শতাংশ)!

৫) করোনাভাইরাসের ভ্যাকসিন যা'তে সব দেশে পৌঁছে যায়,তার দায়িত্ব নিল UNICEF! 

৬) BSNL-এর পথে এইবার SBI! প্রায় ৩০ হাজার কর্মীর স্বেচ্ছা অবসর করানোর পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের! 

৭) আই পি এল(২০২০)- এর এবারের থিম্ সঙ্ : "আয়েঙ্গে হাম ওয়াপাস্"!

৮) রাজ্য শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এখনই বাংলায় চালু হচ্ছে না জাতীয় শিক্ষানীতি !

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________________________

এ ক টু  হা সু ন 

শিক্ষক : পাপ্পু, সমুদ্রের মাঝখানের কোন আপেল গাছ থেকে আপেল পেড়ে আনবি কি করে? 
পাপ্পু : স্যার, পাখি হয়ে উড়ে গিয়ে আপেল পেড়ে আনব! 
শিক্ষক : দূর পাগল! তুই পাখি  হবি কি করে? 
পাপ্পু : স্যার, সমুদ্রের মাঝখানে আপেল চাষ হবে কি করে?
_________________________________________
সংগ্রহ করুন
  

Post a Comment

0 Comments