জ্বলদর্চি

৮ সেপ্টেম্বর ২০২০

অলংকরণ - সুদেষ্ণা রায়চৌধুরী   



আ জ কে র  দি ন 

8 September 2020
বাংলায় ---- ২২ভাদ্র ১৪২৭ মঙ্গলবার 


আজ, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। প্রধান উদ্দেশ্য হল ব্যক্তি, সম্প্রদায় ও সমাজে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বিশ্বের বিভিন্ন দেশে এটি পালন করা হয়।

আজ, বাংলাদেশী কথাসাহিত্যিক ও নাট্যকার  ইমমাদুল হক মিলনের জন্মদিন। নূরজাহান উপন্যাসটির জন্য বিপুল জনপ্রিয়তা অর্জন  করেন দুই বাংলায়। ২০১৯ সালে বাংলাদেশ সরকার একুশে পদক সম্মানে সম্মানিত করেন।


আজ, জার্মান কবি ও অনুবাদক ফন শ্লেগেলের জন্মদিন। ইনি উইলিয়াম শেকসপিয়ারের রচনাগুলো জার্মান ভাষায় অনুবাদ করেন।  এছাড়া তিনি ইউরোপ মহাদেশের প্রথম সংস্কৃত ভাষার অধ্যাপক এবং ভগবত গীতার প্রথম অনুবাদক।


১৫০৪ সালে আজকের দিনে  মাইকেল এঞ্জেলোর ডেভিড ভাস্কর্যটি ফ্লোরেন্স শহরে উন্মোচন করা হয়।শিল্পী ভাস্কর্যটিকে এমন ভাবে তৈরি করেছেন দেখলে মনে হয় যেন  প্রাণসত্তা পাথরের বন্ধন ভেঙ্গে বের হওয়ার প্রাণপণ চেষ্টা করছে।


মনীষী উবাচ :
সত্য হইতে দূরে গেলেও একদিন সত্যে ফেরা যায় কিন্তু কৃত্রিমশাসনে সত্যকে অগত্যা অথবা অন্ধভাবে মানিয়া লইলে সত্যের মধ্যে ফিরিবার পথ রুদ্ধ করা হয়।(রবীন্দ্রনাথ  ঠাকুর)
________________________________________
সংকলক - রুম্পা প্রতিহার 
________________________________________
প্রকাশিতব্য 

Post a Comment

0 Comments