৮/৯/২০২০
১) দুই ব্রান্ড(ভোডাফোন ও আইডিয়া)মিশে গিয়ে প্রকাশ্যে এল VI.
২) আমজনতার জন্য ছাড়া হল বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন রাশিয়ায় তৈরী Sputnik-V.
৩) রেলপথে জুড়ে যেতে চলেছে উত্তরাখন্ডের কেদারনাথ,বদ্রীনাথ,গঙ্গোত্রী এবং যমুনোত্রী! ৩২৭ কি.মি. লম্বা রেলপথে জুড়ে যাবে চারধাম!
৪) প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক কান্ডে গ্রেফতার হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী!
৫) আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদ হিদায়েত জানিয়েছেন যে সরকারি পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নামও থাকবে।
৬) অবশেষে ১৪ সেপ্টেম্বর থেকে রাজ্যে মেট্রো রেল পরিষেবা চালু হতে চলেছে।
৭) দেশের অর্থনীতিতে গতি আনবার জন্য ২৬টি সরকারি কোম্পানি বেসরকারিকরণের পথে!
৮) ম্যাচে পিছিয়ে যাওয়ায় রাগের মাথায় মহিলা লাইন জাজ্ -কে বল দিয়ে আঘাত করার অপরাধে ইউ এস ওপেন টেনিস প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________________
একটু হাসুন
বল্টু গর্ভবতী স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে না করে ভুলবশত ক্রিকেট স্টেডিয়ামে ফোন করে বসল-
বল্টু : এখন অবস্থা কেমন?
উত্তর : আপাততঃ ৩টে আউট হয়েছে, আশা করা যাচ্ছে লাঞ্চের পর বাকি ৭টা আউট হবে!
_________________________________________
নিয়মিত নজর রাখুন। সাবস্ক্রাইব করুন।
0 Comments