জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১ অক্টোবর ২০২০

দিনের শেষে 

১/১০/২০২০

১) ভারতের প্রথম মাল্টি ওয়েভলেন্থ এস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ৫ বৎসর পূর্ণ করল। 

২) আজ আই পি এল-এর ১৩-তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ানস, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। 

৩) গোটা দেশে উৎসবের মরশুমে এক লাখের বেশি অস্থায়ী চাকরি দিতে চলেছে Amazon India! 

৪) মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র তৈরী আধুনিক প্রযুক্তির শৌচাগার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গেল! 

৫) এখনও পর্যন্ত জানা গেছে যে এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে এই চারটি বাংলা সিনেমা :-
ড্রাকুলা স্যার, রক্তরহস্য, লাভ স্টোরি, ব্রহ্মা জানেন গোপন কম্মোটি! 

৬) আগামী ৩ অক্টোবর বিশ্বের  দীর্ঘতম সুড়ঙ্গপথ(মানালি থেকে লেহ,৯.২ কিলোমিটার)  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! 

৭) আগামী ৪ থেকে ৯ নভেম্বর  সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে ৩ দলের(টেলব্লেজার,ভেলোসিটি,সুপারনোভা) মহিলা আই পি এল! 

৮) করোনা আবহে আজ থেকে অনলাইনে শুরু হল পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা এবং টার্মিনাল সেমিস্টারের পরীক্ষা! 

৯) আনলক ৫.০-তে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত :-
আগামী ৫ অক্টোবর থেকে ৫০ শতাংশ দর্শকাসন ব্যবহার করে সিনেমাহল ও মাল্টিপ্লেক্স খুলবে। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
------------------------------------------------------------

একটু হাসুন 

এক পাগল ও এক গৃহকর্ত্রীর কথোপকথন :-
পাগল : এই যে দিদি, আপনার ঘরে কি চিনি আছে? 
গৃহকর্ত্রী : হ্যাঁ আছে! দেব নাকি? 
পাগল : না,না,আমার চাই না! আমার ঘরে চিনি আছে! আপনার কাছে যদি না থাকতো, তবে আমার কাছে নিতে পারতেন!  এইটাই বলতে এসেছিলাম!
________________________________________
বি নো দ  ম ন্ড ল

লিমেরিক 

১.
আসার কথা, আসছে সে,আসুক। 
চরাচর আনন্দেতে ভাসুক। 
সপরিবারে পূজা নিয়ে 
দনুজদলন টিকা দিয়ে 
এবার কোভিডাসুর নাশুক।

২.
কাটা জিভটা কার? 
জানে শুধু সরকার! 
মনে জাগে ভয়তো
আপনার নয়তো? 
যেটা জানা দরকার।

________________________________________
প্রকাশিত
 
১. অহিংসার পূজারী--মহাত্মা গান্ধী
     স্ব রূ প কু মা র  ম ণ্ড ল  

২. সত্যের পূজারি মহাত্মাজী 
রচনা – মঙ্গলপ্রসাদ মাইতি

3. Mahatma Gandhi’s “Ram-Rahim” Approach For Inter-Religious Amity

Post a Comment

0 Comments