দিনের শেষে
১০/১০/২০২০
১) সম্প্রতি ৮৬টি দেশের ৩১ লক্ষ একাউন্ট হোল্ডারের নাম প্রকাশ করল সুইশ ব্যাঙ্ক ! তালিকায় ভারতীয়গণও আছেন!
২) আজ আই পি এল-এর দ্বিতীয় খেলায়(প্রতিযোগিতার ২৫-তম) মুখোমুখি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
৩) এবারের পুজোয় সবধরনের কার্নিভাল এবং জলসা বন্ধ!
৪) আই এস এল-এর অন্যতম দল "শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন"-দলের কোচ নির্বাচিত হলেন ইংল্যান্ডের রবি ফাওলার!
৫) আগামী ১৫ অক্টোবর থেকে চালু হতে চলেছে দার্জিলিং মেল এবং তিস্তা-তোর্সা এক্সপ্রেস!
৬) দূষণ বিধি লঙ্ঘনের অভিযোগে শিক্ষা ও বাণিজ্য সংগঠন "ফিকি(FICCI)"-কে ২০ লক্ষ টাকার জরিমানা করল কেন্দ্র!
৭) করোনার ভয়াবহতায় চলতি বছরের জন্য বাতিল করা হল গুজরাত রাজ্যের নবরাত্রির ঐতিহ্যবাহী পরব "গরবা"!
৮) বিশ্বের সেরা বিজনেস স্কুলগুলোর মধ্যে অন্যতম সেরা হার্ভার্ড বিজনেস স্কুলের পরবর্তী ডিন্ হিসাবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীকান্ত দাতার! উনি হবেন স্কুলের ১১২ বছরের ইতিহাসে ১১-তম ডিন্!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
_____________________________
একটু হাসুন
ক্রেতা : পাহাড় থেকে ঝাঁপ দেব!একটা প্যারাসুট দেবেন তো!
বিক্রেতা : এই নিন! খুবই উন্নতমানের!
ক্রেতা : সে তো বুঝলাম! কিন্তু সঠিক সময় খুলবে তো?
বিক্রেতা : না খুললে নিয়ে চলে আসবেন, পাল্টে দেব!
______________________________
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
আমি এক না-মুখ-ফোটা কচি বাছা।
কেন তোর কুঁড়েতে অবহেলায় খাবো হাঁড়িচাঁছা?
দে বেচে মা পয়সাওলার কোলে
ধনীর ঘরে বাঁচবো মাছের ঝোলে ;
জঠরজ্বালায় খা মা আমার
গতর বেচে খা!
২.
শোনো শোনো মা বোনেরা, শোনো সভাজন।
শোনো যত পরিযায়ী, গরীব অভাজন।
করোনা সংক্রমণে ভাইরে
না করো রওনা বাইরে ---
পরিষেবা দিতে হাজির আলাদিন ---আমাজন !!
-----------------------------------
আজ থেকে শুরু হয়েছে
0 Comments