জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১১ অক্টোবর ২০২০

দিনের

 ১১/১০/২০২০

১) মেলবোর্নে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়-এর ছবি "পার্সেল"!

২) বিশ্ব বাংলা শারদ সম্মান -এ এবারে নতুন সংযোজন "কোভিড সচেতন পুজো পুরস্কার"!

৩) আজ আই পি এল-এর ২য় খেলা (প্রতিযোগিতা-র ২৭-তম)-য় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটলস, আবুধাবি-র শেখ জায়েদ স্টেডিয়ামে ।

৪) ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ড-এর ইগা শিয়নটেক! 

৫) কলকাতায় এই মূহুর্তে অন্যতম সেরা আকর্ষণ "ট্রাম লাইব্রেরী"!ট্রামটি ধর্মতলা থেকে কলেজ স্ট্রীট হয়ে শ্যামবাজার পর্যন্ত যায়! ৩২ আসনবিশিষ্ট, ২০ টাকা ভাড়ায় ট্রামের একদম পেছনে থাকছে বাংলা/ইংরেজি বই এবং নিখরচায় ওয়াই ফাই-এর সুবিধা! 

৬) ৩ দলের (সুপারনোভাজ, ট্রেলব্লেজার্স এবং ভেলোসিটি) চার ম্যাচের মহিলা আই পি এল শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে, আগামী ৪ নভেম্বর থেকে। 

৭) ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য অনুযায়ী ২০১৯ সালে গোটা দেশে ১০,২৮১ জন কৃষক আত্মহত্যা করেছে, এর মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে(৩,৯২৭ জন)! 

৮) পিয়ং ইয়ং -এ সামরিক কুচকাওয়াজে দৈত্যাকার ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করলেন উত্তর কোরিয়া-র প্রেসিডেন্ট কিম্ জং উন! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________________

একটু হাসুন 

শিক্ষক : পাপ্পু, স্কুলে আসতে আজ দেরি হল কেন? 
পাপ্পু : আসার পথে একজনের  ৫০০ টাকা হারিয়ে গিয়েছিল। 

শিক্ষক : ও, খুঁজতে সাহায্য করছিলিস? 
পাপ্পু : না স্যার! সে না যাওয়া পর্যন্ত নোটের উপর দাঁড়িয়েছিলাম!
________________________________

লিমেরিক

বিনোদ মন্ডল 

১.
কলকারখানা বন্ধ ! 
বল্ কার খানা বন্ধ ? 
রোজকার হীন মৌজ ?  দুত্তোর ! 
রোজগারহীন মজদুর তোর --
জল আর দানা বন্ধ।। 

২.
মধু বাউরির ঠিকানা বাঁকুড়ার শালতোড়া
কুঁড়েঘরে বাস করে, ভাঙে আড়মোড়া। 
তার নামে প্রদত্ত আবাসের টাকা 
গোপনে গায়েব হয়,অ্যাকাউন্ট ফাঁকা! 
বিকাশে করোনা-গতি ; বাণী গালভরা।
_________________________________

 প্রকাশিত হয়েছে
কুইজ - ১১
বিষয়- জ্ঞানপীঠ পুরস্কার

ক্লিক করে দেখে নিন
    

Post a Comment

0 Comments