জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১২ অক্টোবর ২০২০

 
দিনের শেষে 
১২/১০/২০২০


১) ৪৯ বছর বয়সে চলে গেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চাপম্যান!

২) ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতার পূরুষ বিভাগে চ্যাম্পিয়ন হলেন স্পেনের রাফায়েল নাদাল! 

৩) আজ আই পি এল-এর ২৮-তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,শারজা ক্রিকেট স্টেডিয়ামে। 

৪) এবার পুজোয় রতন কাহারের রচনায় ও কন্ঠে "বড়লোকের বিটি লো.... "-নিয়ে বিশিষ্ট তবলাবাদক বিক্রম ঘোষের FOLK MIX! 

৫) ৯৩ বছর বয়সে চলে গেলেন বাংলাদেশের ভাষা আন্দোলনের বীর সৈনিক "একুশে পদক"-প্রাপ্ত অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম। 

৬) এবারে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন আমেরিকার দুই অর্থনীতিবিদ পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন! 

৭) অবশেষে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হল আর্মেনিয়া এবং আজারবাইজান!

৮) প্রায় ১৫ বছর পর পুজোর আগেই কলকাতার রাস্তায় নামছে দোতলা বাস! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)

------------------------------------------------------

 একটু হাসুন 

শিক্ষক : পাপ্পু, ১৫টা ফলের নাম বল্! 
পাপ্পু : আম, আপেল, লিচু..... 
শিক্ষক : বাকি ১২টা? 
পাপ্পু : এক ডজন কলা!
-------------------------------------------------------
লিমেরিক 

বিনোদ মন্ডল 

১.
বুকে এসো শিখভাই পুষ্পের পাপড়ি
রুটি সাথে সহ-কারি দরবেশ রাবড়ি। 
ক্ষতাংশের চোটে ভয়
শতাংশের ভোটে ক্ষয়
তুরুপের তাস তাই পবিত্র পাগড়ি।। 

২.
পুরুতঠাকুর পালটে দিলো দুর্গা পূজার ফর্দ। 
ফর্দ দেখে ফর্দাফাই সান্ত্রি - সেপাই অদ্য। 
পদ্মফুল একশো আট 
না হে না, বালাই ষাট। 
মুশকিল আসান কাব্যদেবির ১০৮ পদ্য !!
---------------------------------------------------
বর্তমান করোনা পরিস্থিতিতে কী করবেন কী করবেন না!! জরুরি পরামর্শের লক্ষ্যে কলম ধরলেন স্বনামধন্য চিকিৎসক ডাঃ দিবাকর সামন্ত।


Post a Comment

0 Comments