২/১০/২০২০
১) ইউরোপের বর্ষসেরা(২০১৯-'২০) ফুটবলার নির্বাচিত হলেন পোল্যান্ড-এর লেভানডফস্কি!
২) আজ আই পি এল-এর ১৪-তম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস,দুবাই-এর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
৩) উত্তরপ্রদেশের হাথরাসের সীমাহীন নির্মমতায় গোটা দেশ স্তম্ভিত, সারাদেশে বিক্ষোভের তুমুল আঁচ!
৪) "ফোর্বস"-পত্রিকায় প্রকাশিত ২০২০ সালের এখনও পর্যন্ত বিশ্বের দশ সেরা রোজগেরে অভিনেতার তালিকায় ৬ষ্ঠ স্থানে বলিউডি অভিনেতা অক্ষয়কুমার(আয় : ৪৮.৫ মিলিয়ন ডলার), তালিকায় শীর্ষে কুস্তি থেকে ফিল্মে আসা ডোয়েন জনসন(ROCK),আয় : ৮৭.৫ মিলিয়ন ডলার!
৫) চেন্নাই সুপার কিংস সুরেশ রায়না এবং হরভজন সিং- এর চুক্তি বাতিল করল !
৬) ভারতীয় রেল জানিয়েছে যে উৎসবের মরশুমে অতিরিক্ত ২০০টি স্পেশাল ট্রেন চালু থাকবে।
৭) আজ আই পি এল-এ সর্বাধিক ম্যাচ(১৯৪) খেলার রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে!
৮) দেশের মিলিটারি নার্সিং সার্ভিস-এর প্রধান হলেন মেজর জেনারেল সোনালী ঘোষাল!
৯) ভারতীয় অলিম্পিক সংস্থার নয়া পরিকল্পনা :-
ব্যাটারিচালিত মাস্ক পড়ে দৌড়বেন এথলিটরা!
১০) ৭ মাস পর আজ থেকে খুলে গেল আলিপুর-সহ রাজ্যের সব চিড়িয়াখানা!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")
_______________________________________
একটু হাসুন
শিক্ষক : আমি টেবিল ছুঁয়েছি, টেবিল ছুঁয়েছে মাটিকে! সুতরাং আমি মাটি ছুঁয়েছি! পাপ্পু, ঠিক এমন একটা উদাহরণ বল্ তো শুনি!
পাপ্পু : আমি আপনাকে ভালবাসি, আপনি আপনার মেয়েকে ভালবাসেন! সুতরাং, আমি.....
শিক্ষক : বেরিয়ে যা ক্লাসরুম থেকে!!
________________________________________
লিমেরিক
বিনোদ মন্ডল
১.
স্বঘোষিত মোড়ল, না মানে গাঁয়ে
আয়েসে কাটান প্রাসাদ-ছায়ে;
সুইট খেয়ে টুইট করে
কাটা বালবে অ্যাসিড ভরে,
সদাই ছোঁড়েন নিজের ঘায়ে।
২.
পিতা পারিলেন না চক্ষু খুলিতে
নাথুরাম গডসের ছোঁড়া গুলিতে।
ভাতকাপড়হীন সন্তান নাঙ্গা
জাতিধর্মের নিদারুণ দাঙ্গা
দেশ তার ছারখার হিংসার চুলিতে।
---------------------------------------------------
শ্রদ্ধা ও স্মরণ
প্রকাশিত
১. অহিংসার পূজারী--মহাত্মা গান্ধী
স্ব রূ প কু মা র ম ণ্ড ল
২. সত্যের পূজারি মহাত্মাজী
3. Mahatma Gandhi’s “Ram-Rahim” Approach For Inter-Religious Amity
Dr. J a y a n t a K u m a r D a b
৪. গান্ধি চর্চা
ঋ ত্বি ক ত্রি পা ঠী
0 Comments