Today is 3rd October, 2020
আজকের দিন
বাংলায় --১৬ আশ্বিন ১৪২৭ শনিবার
আজ, সাহিত্যিক গোপাল হালদারের প্রয়াণ দিবস। তিনি একাধারে মননধর্মী কথাসাহিত্যিক, সাংবাদিক, পত্রিকা-সম্পাদক, ভাষাবিজ্ঞানের গবেষক, আবার তিনিই ছিলেন কৃষক সভার নেতা, কমিউনিস্ট পার্টির সদস্য। 'সবার উপরে মানুষ সত্য’ – এই আত্মান্বেষণ ও আবিষ্কারই ছিল তাঁর জীবনসাধনা। ইনি হলেন সেই ব্যক্তি --যাঁকে বিবেকানন্দ বোধন করেছেন, রবীন্দ্রনাথ শোধন করেছেন, মার্কসবাদে যাঁর সম্যক জীবনোপলব্ধি ঘটেছে।
আজ, ভারতে প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস। আত্মমর্যাদাসম্পন্ন, স্বাবলম্বী ও স্বাধীনচেতা মহিলা। কর্মক্ষম অবস্থায় রোগী দেখে ফিরে সেরিব্রাল স্ট্রোকে মারা যান। তাঁর মৃত্যুর পর তাঁর হাতব্যাগে পাওয়া যায় পঞ্চাশ টাকা--- জীবনের শেষ আয়।
আজ, বাঙালি পণ্ডিত গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। বঙ্গীয় সাহিত্য পরিষদের সচিব ছিলেন। নলিনীরঞ্জন পণ্ডিত ও অমূল্যচরণ বিদ্যাভূষণ তাঁকে সাহিত্যচর্চায় উৎসাহী করে তোলেন। ফলস্বরূপ নবাবী আমলের ইতিহাস অবলম্বন করে লেখেন 'বাঙ্গলার বেগম'। ১৯৫২ সালে রবীন্দ্র পুরস্কার পান।
আজ, বাংলাদেশের উচ্চাঙ্গ সংগীত শিল্পী ওস্তাদ বাহাদুর হোসেন খান সাহেবের প্রয়াণ দিবস। সুরকার ও সরোদ বাদকও ছিলেন৷ সুবর্ণরেখা দিয়ে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা শুরু। ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা সিনেমায় জ্যোতিরিন্দ্র মিত্রের সহকারী সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন।
১৯৭৮ সালে আজকের দিনে ভারতের প্রথম ও বিশ্বে দ্বিতীয় টেস্ট টিউব শিশুর জন্ম হয়েছিল।
আজ, ফরাসি কবি লুই আরাগঁ- র জন্মদিন। আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ কবি বিষ্ণু দে তাঁর অনুরাগী ছিলেন, তার কবিতা বাংলায় তর্জমা করেছেন, তাঁর বিষয়ে প্রবন্ধও লিখেছেন। উল্লেখযোগ্য বই : ‘আইজ অ্যান্ড মেমারি’, ‘গ্রেট ফান’, ‘দ্য বেল্স অব ব্যাসেল’, ‘রেসিডেন্সিয়াল কোয়ার্টার’, ‘দ্য সেঞ্চুরি ওয়াজ ইয়াং’, ‘লা কমিউনিস্ট’, ‘হার্ট ব্রেক’ ইত্যাদি।
আজ, রুশ কবি সের্গেই ইয়েসেনিনের জন্মদিন। ইনি বিষণ্ণতা রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে বিষণ্ণতা কাটিয়ে কাব্যলক্ষ্মীর উদার আদরে সিক্ত হতেন কবি। হাতের শিরা কেটে রক্ত দিয়ে দেয়ালে শেষ কবিতা ‘দাস ভিদানিয়া দ্রুগ’ (বিদায় বন্ধু) লিখেছিলেন। কথিত আছে, তারপর গলায় দড়ি দিয়ে মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তরুণ কবি।
মনীষী উবাচ :
একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।(এ.পি.জে.আবদুল কালাম)
_______________________________________
সংকলক - রুম্পা প্রতিহার
_______________________________________
আজ সকাল ১০.৩০ মিনিটে প্রকাশ পাবে।
0 Comments