Today is the 11 October, 2020
আজকের দিন
বাংলায় ---২৪ আশ্বিন রবিবার ১৪২৭
আজ, বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন। জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্রের এই অভিনেতা সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সত্তর - আশির দশকে চলচ্চিত্রে তাঁর একচ্ছত্র আধিপত্যের দেখে ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো তাঁকে "একক-ব্যক্তি চলচ্চিত্র শিল্প" বলে অভিহিত করেন।জন্মদিনে অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আজ, আবদুল করিম সাহেবের জন্মদিন। প্রাচীন পুথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক ব্যক্তিত্ব এগারোটি প্রাচীন বাংলা গ্রন্থ সম্পাদনা ও প্রকাশ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য আরাকান রাজসভার সাহিত্য, চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে লেখা।সাহিত্য জগতে বহুমুখী কৃতিত্বের জন্য সাহিত্যবিশারদ উপাধিতে সম্মানিত হয়েছিলেন।
আজ, সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রথম ছোট গল্প ‘মরমের কথা’---- প্রবাসীতে প্রকাশিত হয়। একাধিক ছোটগল্প ও ২৫ টির মতো উপন্যাস লিখলেও সমধিক পরিচিতি পেয়েছেন রবীন্দ্র-গবেষণামূলক গ্রন্থ ‘রবি-রশ্মি, রবীন্দ্র প্রতিভার উন্মেষ ইত্যাদি গ্রন্থের জন্য।
আজ, লোকনায়ক নামে পরিচিত জয়প্রকাশ নারায়ণের জন্মদিন। একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা। তিনি ভারত ছাড়ো আন্দোলনের বীর নামেও পরিচিত। ইনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন।
আজ, প্রথম বাংলা বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসুর প্রয়াণ দিবস। ২৪ খণ্ডে প্রকাশিত বাংলা বিশ্বকোষের প্রথম দুটি খণ্ড বাদে বাকি ২২টি খণ্ড নিজে প্রকাশ করেন। এছাড়াও তিনি হিন্দিভাষারও প্রথম বিশ্বকোষ প্রণেতা। পাশাপাশি প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ ছিলেন।
আজ, শ্রী চিন্ময় নামে পরিচিত চিন্ময় কুমার ঘোষের প্রয়াণ দিবস। সন্ত্রাসবাদ আর হিংসা আর কলুষতায় বিষাক্ত গোটা দুনিয়ার প্রেক্ষাপটে শরীর চর্চা, ধ্যান আর খেলাধুলাকে প্রাধান্য দিয়ে পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এই ভদ্রলোকই তৈরি করেছিলেন বিশ্ব শান্তি ও সম্প্রীতির পরিব্রাজক দল।
আজ, আজ, ফরাসী সাহিত্যিক ফ্রাঁসোয়া চার্লস মাউরিয়াকের জন্মদিন। ইনি ১৯৫২ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত হন।
মনীষী উবাচ :
যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে, তখন ধৈর্য ধরবে। ধৈর্যর চাবি সুখের দরজা খুলে দেয়।(জালালউদ্দীন রুমি)
-----------------------------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
-----------------------------------------------------------
প্রকাশিত হল জ্বলদর্চি কুইজ -১১
বিষয়- জ্ঞানপীঠ পুরস্কার।
ক্লিক করে দেখে নিন। এখুনি।
0 Comments