জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /তড়িৎ ভট্টাচার্য

গুচ্ছ কবিতা 

তড়িৎ ভট্টাচার্য

অখণ্ড অবসর

কর্মময় জীবনের চল্লিশটা বছর

কেটে গেছে প্রচণ্ড ব্যস্ততার উত্তাপে, 
মানুষের ভিড়, কতাে কথা, কতাে কাজ
যখন ভাবি বসে আজ
মনে পড়ে যায় কতাে সভা
কতাে আলােচনা
কতাে মিছিল
পরিবর্তনের স্বপ্নে আর আদর্শের আঁচে পরিপূর্ণ
এখন অবসর সময়ে
সব যেন কেমন থমকে গেল। 
কোথায় গেল সেই মানুষরা, কমরেডরা
ওরা কি ভুলে গেল
লড়াইয়ের কথা?

যা রেখে এসেছিলাম ওদের জন্য 
সম্পূর্ণ করতে ? 
ওরা কি হেরে গেল, নাকি আমিও
হেরে গেলাম, 
কেমন যেন সরে এসেছি
সেই জগৎ থেকে, 
এখন নিস্তব্ধ জীবনে
অখণ্ড অবসর ?


দিনলিপি

 ১.
এতদিন ধরে বলেছি অনেক কথা
এবার একটু চুপ করে যেতে হবে 
কতােদিন ধরে কতাে মানুষের সাথে
নীরব কথার স্মৃতিটুকু শুধু রবে।

২.
নির্জনতা মানুষের জীবনে
বড়ই প্রয়ােজন বড়ই দরকার 
একা একা নির্জনে গিয়ে একটু নিজেকে
চেনার চেষ্টার খুবই দরকার।

৩.
সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জেগে রই 
নিঝুম ধারার সনে আমার মনের কথা কই 
শােনাই তারে মাের জীবনের অতীত দিনের কথা 
কি পেয়েছি কি পাইনি তারই গল্প গাথা।

৪. 
স্মৃতিচারণের পালা দীর্ঘ হতে দীর্ঘতর হবে 
একা বসে আপন খেয়ালে, 
অতীতের স্বপ্নময় কথকতা খুলে
সুদূরের পানে চেয়ে রবে।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন

Post a Comment

0 Comments