জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২০ নভেম্বর ২০২০

 
২০/১১/২০২০

১) ই-পাস ছাড়াই এবার মহিলা এবং ১৫ বছরের নীচে সবাই মেট্রোতে যাতায়াত করতে পারবে, লাগবে শুধু স্মার্ট কার্ড !
২) আজ থেকে শুরু হয়ে গেল  ফুটবলের ইন্ডিয়ান সুপার লীগ(ISL)!
৩) হিমাচল প্রদেশের মানালি লে হাইওয়ে সংলগ্ন থোরাং গ্রামের বাসিন্দার সংখ্যা এই মূহুর্তে ৪২ জন, অভিনব ব্যাপার হল এই যে ৫২ বছর বয়স্ক একজন ছাড়া আর সকলেই করোনা আক্রান্ত! 
৪) নয়া নির্দেশিকা জারি মুম্বই-এ :-
৩১ ডিসেম্বর পর্যন্ত সেখানে কোন স্কুল খুলবে না  !
৫) গুরুত্বপূর্ণ রুটে ট্রেনে যাত্রীসংখ্যা বৃদ্ধি করতে অত্যাধুনিক সুবিধাযুক্ত দোতলা রেলওয়ে কোচ তৈরীর কৃতিত্ব অর্জন করল কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি, ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে কামরাগুলি! 

৬) রাজ্যে সর্বপ্রথম -
করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর পরপর ৪ বার কনভালোসেন্ট প্লাজমা দান করে বিরল নজির স্থাপন করলেন চিকিৎসক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. ফুয়াদ হালিম! 
৭) বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC-র সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম ১৫ বছর না হলে এখন থেকে কেউ তাদের অনুমোদিত কোন ম্যাচ কিংবা টুর্নামেন্ট এমনকি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও অংশগ্রহণ করতে পারবে না! 
৮) যক্ষ্মা রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এম টিভি-র "Alone together"-নামের এক ওয়েব সিরিজে অভিনয় করবেন ভারতীয় টেনিসের গ্লামার গার্ল  সানিয়া মির্জা! 
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

বিয়ের ২ দিন পর পাপ্পু সেই বিউটি পার্লারে গেল,যেখানে তার নববধূকে সাজানো হয়েছিল। 
পার্লারের মালকিনকে ধন্যবাদ জানিয়ে একটা আই ফোন/১২-র প্যাকেট উপহার দিয়ে এল পাপ্পু! 
পাপ্পু চলে যাওয়ার মালকিন প্যাকেট খুলে দেখল একটা নোকিয়া/১১১০ মোবাইল সেট্ আর একটা চিরকুট, তা'তে লেখা :- এইবার কেমন লাগছে? আমার নতুন বউ হাতমুখ ধোয়ার পর আমারও এমন মনে হয়েছিল।


লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
কনের কানে রাধাদুল
কৃষ্ণচূড়ায় বাঁধা চুল। 
যে    লোকটার সাঙা
একটা     ঠ্যাঙ ভাঙা
এবং গলায় গাঁদাফুল। 

২.
এসো, বসো। কী খবর ? মারকুটে মিয়া যে ! 
আজকাল যাও নাতো এই পথ দিয়া যে ? 
ব্যাগে কী ?  হাতবোমা ? 
নামিও না। তোবা। তোবা। 
ঘরে চাষ। দিয়া যাই পাঁচকেজি পিঁয়াজ হে !

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন 
আজকের দিন। 
আজ ২০ নভেম্বর ২০২০

Post a Comment

0 Comments