জ্বলদর্চি

দিনের শেষে একটু ভাবুন ২৯ নভেম্বর ২০২০

 ২৯/১১/২০২০

১) বিশ্বের সেরা বিজ্ঞানীগণের তালিকায় স্থান পেলেন নদীয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের গণিতের অধ্যাপক কালিদাস দাস! 
২) আজ হিরো আই এস এল-এ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই এফ সি এবং কেরালা ব্লাস্টার্স!
৩) আফগানিস্তানে ভয়াবহ গাড়ি-বোমা বিস্ফোরণ! নিমেষে ছিন্নভিন্ন ২৬ জওয়ানের শরীর! 

৪) ডিসেম্বর মাসেও রাজ্যের কোন স্কুল, কলেজ খুলবে না! 
৫) দ্বিতীয় একদিনের ম্যাচে পরাজিত হয়ে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারল ভারত! 
৬) গা ঘেঁষে বেরিয়ে গেল রুশ উপগ্রহ Kanopus-V, অল্পের জন্য রক্ষা পেল ISRO-র ৭০০ কেজি ওজনের উপগ্রহ Cartosat-2F. 
৭) বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়াগো মারাদোনা-র সেই Hand of God এবং তার চার মিনিট পর শতাব্দীর সেরা গোলের জার্সি নিলামে ওঠার প্রস্তাব! অনুমান করা হচ্ছে যে নিলামে এই জার্সির দাম উঠতে পারে ভারতীয় মুদ্রায় ১৪ কোটি ৭৯ লক্ষ টাকা! 
৮) নাইজেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত বোর্নো প্রদেশের গারিন কায়াসহেবে গ্রামে ধানজমিতে কর্মরত অবস্থায় থাকা কমপক্ষে চুয়াল্লিশ কৃষকের একসাথে শিরশ্ছেদ করল বোকা হারাম জঙ্গীবাহিনী !

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")


একটু হাসুন 

স্ত্রী : বিয়ের আগে তুমি আমাকে পাগলের মতো ভালবাসতে! 
স্বামী : একদম ঠিক বলেছ! তবে এখন আমি সুস্থ হয়ে গেছি!

সময়ের কথা 

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ভদ্রলোকেরা ভাবে ভেটকির কাটলেট ;
আসলে ভেতরে থাকে বোয়াল বা পমফ্রেট। 
খাওয়ায় যে খুশিমনে
হাওয়ায় সে যদি শোনে --
খুঁতখুঁতে মন তার হয় ভারি আপসেট ! 

২.
খোকন যাবে কোনখানে  জানেন যিনি অন্তর্যামী। 
গড্ডলিকা প্রবাহে ধায় সুদর্শন সব অনুগামী। 
রায়-ঘোষেরা দাঁড় বায়
খোকনরে তুই ঘরে আয় ! 
আঙুরখেকো শেয়াল কহে --আদতে ব্যাটা হনুরামই !

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇


আরও পড়ুন
"হয়তো ভবিষ্যতের বাংলা সাহিত্যের স্রষ্টারাও মূলত গ্রাম বাংলার থেকেই উঠে আসবে। বলা যায় বাংলা সাহিত্যের পাঠকের জগতকে তারাই একরকম বাঁচিয়ে রেখেছে।"
✍️
'সময়ের কথা'-তে কলম ধরলেন অগ্নিমিত্র।

Post a Comment

0 Comments