জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা)/ সোমা ঘোষ

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা 
সোমা ঘোষ

অমিত্রাক্ষরে...

১.
দোয়াতে ডুব দেওয়া কলমের মুখ মাইকেলের অমিত্রাক্ষরে। খরা রাতে ডুব দেয় আলো, ডুব দেয় নৌকার পাল, ডুব দিই আমিও।
চাঁদহীন মাঠ গলগল করে বেরিয়ে আসা শূন্য হাত - বুকে সেঁটে থাকা আঙ্গুল ছিঁড়ে ডুকরে ওঠা চোখ গিলতে থাকে চারাগাছ। বলয় ঘিরে ঘুরতে থাকে পায়রার উড়ন্ত অভিযোগ।

২.
এখন আর ছুটে যাই না শ্রাবণের কাছে।
ফিরে যাই না গাছতলায়।
বন্ধ ছাদ ঘরে বাড়তে থাকে সিঁদুরে বিকার। হাতে-বোনা চারাগাছ এখন শ্রীমান পৃথ্বীরাজ। একাদশীর রাত শেষে ঝুলতে থাকা ক্যালেন্ডারের রঙিন পাখিটা আমায় ডেকে গেছে খুব গোপনে।
 কপাটহীন ঘর সাঁতারু চাঁদ - ছড়ানো রাতে
উপন্যাসের নায়িকা কে দেখেছি সরাসরি - সাদা
রুমাল নক্সাকাটা ফুলে।

৩.
 কোমর নদী জল উগরে ঘরবাড়ি।  
 জ্বলন্ত ঠোঁট- থালা ভাত। আলুর খোসার মতো ছড়িয়ে চাঁদের ঈর্ষা।
নখকোণে জ্যান্ত তরবারি আর শরীর জুড়ে উড়ন্ত পাহাড়।
পাতা ময় বাহারি জ্যোৎস্না -গ্ৰন্থি ভেঙে ভেঙে ঘুম পাড়ানি গান।
স্বল্পায়ু রোদ - আলো জ্বালাতে জ্বালাতে 
আবার ও কোমর নদী উগরে ঘরবাড়ি।

৪.
অন্ধকার বুঝতে বুঝতে শস্যের দুলুনি আর বাউণ্ডুলে মেঘ।
মাটির বাঁধন খুলে হাঁটতে-হাঁটতে বৈদিক নদী-
ঋতুপোড়া গন্ধ—আগুন হাতে নিয়ে রজস্বলা ত্রয়োদশী।
আঁকাবাঁকা পথ ধরে শব্দেরা আসে নেমে। পুরনো লন্ঠন ময়লা আলোয় বারোমাস্যা-অপেক্ষার আরেক নাম মাধবীলতা।

৫.
উড়ছে ধোঁয়া
মরু মুখে পশলা মেঘ-
গাছের ঘরে ফুল উঠেছে
আগুনে আষাঢ় খুব কাছে।
হলুদ আলো কে চেয়েছে
তুমি চাও পলাশ রাঙা
 আমিও ভীষণ পলাশ লোভী।
খামের ভেতর বিন্দু বিন্দু-
হয়তো আগুন খুব দামী।
শালিক ডানায় মুখ ঘষে-
মাছ হয়ে যায় মৎস্যপুরাণ।
গিঁট খুলেছে পাড় ভেঙেছে-
তবুও নদী চাই ই চাই
ঠোঁটের পরে ঠোঁট ঘনিয়ে-
... দুজন পলাশলোভী।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

আরও পড়ুন



Post a Comment

0 Comments