জ্বলদর্চি

২০২১ নতুন বছর নতুন লেখা (গুচ্ছ কবিতা) /সৌমেন্দ্র দত্ত ভৌমিক

২০২১ নতুন বছর নতুন লেখা 
গুচ্ছ কবিতা 
সৌমেন্দ্র দত্ত ভৌমিক


ভোগ-সম্ভোগ

ভোগ-সম্ভোগের মেলায় পেল্লায় দুষ্ট লোভের
বিস্তার স্মরণে-মননে!
রাজা-উজির, এমন-কি সাধারণ্যের উঠোনে
ছড়ায় ভয়াল মহামারী!
বিপদের সাথে সহবাস ঐ অশুভ দর্শনে
সত্যি-ই ডুমুরের ফুল, আড়ালে বাজে,
‘পিপীলিকার পাখা ওঠে মরিবার ক্ষণে।’
তখন ভোগীর উত্তাপে মগজের অলিগলিতে
বন্ধ্যার দারুণ অঘটন!
ঘটনার এত কোলাহল চারধারে বাজায় দামামা-
সেই রণনে ঝালাপালা কর্ণকুহরে
বিলোবে কে কে শান্তির অমৃত-বাণী?
শ্বাপদেরা অতি সন্তর্পণে তক্কে তক্কে
আপদের সাথে ব্যস্ত শলা-পরামর্শে!
ভোগ-সম্ভোগের মহামিলনে অস্থির সম্ভাবনায়
ক্রমশ দুখী অগ্নি-লেহনে!


মন-খারাপের বারান্দায়

মন-খারাপের বারান্দায় যন্ত্রণার যেন
উসখুস হাত-পা ছড়িয়ে...।
তখন খরায় জমিতে পড়ে না
পশলা বৃষ্টি,
তখন মরুর তৃষায় হৃদয়-আকুতির
গুনগুন চারপাশে!
দুর্দিনে দুর্নিবার উচাটনে মেঘলা আকাশে
কোণঠাসা বিশ্বটাই চোখের সমুখে।
কারণে-অকারণে কালের দীন অভব্যতা!
দুঃখের সাথে বোঝাপড়ায় বাঁচার রহস্য
বুঝি বা আরো ঘনীভূত-আরেক বার্তা!
তেমন সমাচারে রক্তের কোষ-কোষান্তরে
বিজয়-সুর-তান হঠাৎ জাঁকিয়ে!
মন-খারাপের বারান্দায় প্রেরণা এখন
সম্মোহনে অসুখ তাড়িয়ে।


তাপে-নিরুত্তাপে

আগ্নেয়গিরির আস্ফালন কোণঠাসার আরেক পুরিয়া!
লাভাস্রোত বহমান! তপ্ত দীপ্ত লাভার স্পর্শে
নয়ছয় মানুষজন, পায়ের তলায় জমি-টাও
ম্যালেরিয়ার মতন!
উদ্ধত তীরগুলো লণ্ডভণ্ডের নেশায় পেশায়
ভয়াল বলয়ের মধ্যমণি!
ঘিলুর ভেতর অশান্তির গোপন চাবিকাঠি,
বুদ্ধ বা যীশুরা সেখানে বর্জিত মসনদে
কান্নায় মশগুল সভ্যতার পরিহাসে ।
মগজের উত্তাপের সিন্দুকে পূতাগ্নি হাতে
চেতনা-ই তখন পতিতপাবন।
অশুভ বাক্যগুলোর দশা দশাসই পরাস্তের
দুঃখে যাক্ মুষড়ে,
তপোবনে অনাবিল নীরব-নিথরে সুস্থতার
স্রোতে-স্রোতে জ্বলে শান্তির দিয়া,
আগ্নেয়গিরির বিস্মরণে নজিরবিহীন ভিন্ন পুরিয়া!


যাপনের টুকিটাকি 

বিপন্নতায় ভরলে আকাশ
যন্ত্রণাদের তৈরী কোলাজ
আষ্টেপৃষ্টে বেধেই তখন
কষ্টগুলোর নেই যে লাজ|
আপদগুলোই স্বয়ং মনিব
অকাজ কাজের ভাবনাতে
কান্না-বন্যা উথলে উঠলে
নাকাল কাল চায় পালাতে|
পিঠটানেতে এদিক-ওদিক
জাঁতাকলের ত্রিসীমানায়!
ঘেরাটোপে সুখ-তালাশে
ভালবাসা মুখটি বাড়ায়|
সেই মুখেতে মুখটি রেখে
আস্বাদনটাই চমৎকার
বিষাদ-দিনে তেমন স্মৃতি
বাতিঘরের অহংকার৷                                                                                                 
দুঃখ-সুখের ক্যানভাসেতে
যাপনচিত্র এমন আঁকি
আঁকার সময় হৃদ্-পাথারে
লক্ষ ঢেউয়ের টুকিটাকি৷


শূন্যের আঁতুড়ে

শূন্যতার আঁতুড়ঘরে প্রসব আরেক নবজাতকের!
পুনর্বার কান্নার বহুল ঘূর্ণিপাকে
অন্তরটা ফালা-ফালা !
শূন্যতায় বর্ধমান শূন্যগুলোর তাণ্ডব নাচনে
দুঃখের বিশ্বে প্রকট হা-হতোষ্মি-জ্বালা।
তেমন জ্বালার জ্বালামুখে জ্বলন্ত অভিব্যক্তি
সময়ের যেন নিছক ছেলেখেলা!
অথচ পোড়ে খাঁ খাঁ দিল-সুন্দর,
পোড়ে সম্পর্কর সব নাট-বল্টুগুলো।
আগ্রাসনের তীব্রতায় নাড়ীর স্পন্দন
ঠিক ঠিক অনুপাতে যদি সজাগ-সচল,
শূন্যতার আঁতুড়ে জাতকের আকুল ক্রন্দন
তখুনি আরক্তিম শরমে লালে লাল!
শূন্য-প্রভাবিত রণে আঁতিপাতি তল্লাসে 
অন্তিমে জয়ীর ঠোঁটে হাসির চলাফেরা।
জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments