জ্বলদর্চি

মহামারীতেও জেফ বোজেস, মার্ক জুকেরবার্গ, বিল গেটস-এর মতো বেশ কয়েকজন কোটিপতি আরও ধনী হয়েছেন!

মহামারীতেও জেফ বোজেস, মার্ক জুকেরবার্গ, বিল গেটস-এর মতো বেশ কয়েকজন কোটিপতি আরও ধনী হয়েছেন! 
২৫ ডিসেম্বর'২০২০

১) ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক হিসাবে ৫ জনের প্যানেল এমন হল-
সুনীল যোশী, হরবিন্দার সিং, চেতন শর্মা,আবে কুরুভিল্লা এবং দেবাশিস মোহান্তি !
২) ২০২১ সালের উচ্চ মাধ্যমিক লিখিত পরীক্ষা ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে, প্রাক্টিকাল পরীক্ষা হবে ১০ মার্চ থেকে ৩১ মার্চ! 
৩) আই সি সি'র বোর্ড অফ ডিরেক্টরে ভারতীয় বোর্ডের ডিরেক্টর থাকছেন বি সি সি আই সভাপতি সৌরভ গাঙ্গুলী
৪) অল সেন্টস কলেজের ছাত্রী ২১ বছরের কেরলের সি পি আই এম নেত্রী আর্যা রাজেন্দ্রণ থিরুবন্তপুরম পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে। 
৫) মহামারীতেও জেফ বোজেস, মার্ক জুকেরবার্গ, বিল গেটস-এর মতো বেশ কয়েকজন কোটিপতি আরও ধনী হয়েছেন! 

৬) ক্যালিফোর্নিয়ার ২৭০০ একর জমির উপর তৈরী প্রয়াত পপস্টার মাইকেল জ্যাকসন- এর বিলাসবহুল রিসর্ট "নেভারল্যান্ড রাঞ্চ" ২ কোটি ২০ লক্ষ ডলারে বিক্রি হয়ে গেল। 
৭) আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে ভারত বনাম অষ্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট! 
৮) নেইমারের ক্লাব প্যারিস সাঁ জারমাঁ-র ম্যানেজারের পদ থেকে বহিষ্কার করা হল টমাস টুখেল-কে! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

আজকের দিন 
লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
ভালোবেসে বিদায় নিলেন পিতঃ। 
জন্মদিনের পোষাক -- পেরেক পরিবৃত। 
          সারা বিশ্ব অনাবিল
          যিশু যন্ত্রণাতে নীল। 
ক্ষমাসুন্দর মুখ স্নিগ্ধ শুচিস্মিত। 

২.
ইস্টবেঙ্গল - মোহনবাগানে আর তফাত নাই। 
ইষ্টিকুটুম - পাঞ্জাব ব্যাঙ্ক, ইউবিআই।     
          আবহটা ধান্দার
          ভয়াবহ মন্দার --
ইল্লি বলে দুই ফুলে আকছার আশনাই।

জ্বলদর্চি পেজ- এ লাইক দিন👇

Post a Comment

0 Comments