জ্বলদর্চি

৮৩ বছর বয়সে চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ওপেনিং ব্যাটসম্যান জন এডরিচ!

 ৮৩ বছর বয়সে চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ওপেনিং ব্যাটসম্যান জন এডরিচ! 
২৬ ডিসেম্বর'২০২০

১) আগামী নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে যানবাহনের জন্য বাধ্যতামূলক হচ্ছে FASTag(টোলপ্লাজাতে ইলেকট্রনিক পেমেন্ট)!
২) আজ হিরো আই এস এল-এ মুখোমুখি হয়েছে চেন্নাই এফ সি এবং এস সি ইস্টবেঙ্গল! 
৩) ৮৩ বছর বয়সে চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ওপেনিং ব্যাটসম্যান জন এডরিচ! 
৪) AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন যে করোনাভাইরাসের নতুন strain নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ প্রতি মাসে কমপক্ষে ২ বার করে নিজেদের গঠনবৈশিষ্ট্য পাল্টাচ্ছে করোনাভাইরাস! 

৫) মেলবোর্নে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অষ্ট্রেলিয়ার দ্বিতীয় তথা শততম ক্রিকেট টেস্ট! প্রথম দিনের শেষে অষ্ট্রেলিয়া ১ম ইনিংস ১৯৫ রান, ভারত ১ম ইনিংস ১ উইকেটে ৩৬ রান! 
৬) কোভিডের আতঙ্কে আগামী পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে এবং দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজিত হবে না ঐতিহ্যবাহী "কল্পতরু উৎসব"!
৭) নারীর অধিকার নিয়ে দীর্ঘদিনের সংগ্রামী মহিলা সমাজকর্মী ফ্রেশতা কোহিস্তানি আফগানিস্তানের কাপিসা প্রদেশের হেস-ই-আওয়াল এলাকার নিজের বাড়ির সামনে খুন হলেন! 
৮) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের পয়লা জুন থেকে ১০ জুন পর্যন্ত লিখিত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!")

একটু হাসুন 

শিক্ষক : নিউটনের গতিসূত্র বল্, পাপ্পু! 
পাপ্পু : পুরোটা মনে পড়ছে না, শেষের লাইনটা বলব? 
শিক্ষক : তাই বল্! 
পাপ্পু : ইহাকেই বলে নিউটনের  গতিসূত্র বলে!

এপার ওপার বাংলার পিঠে 

লিমেরিক 
বিনোদ মন্ডল 

১.
সঙ্কটে ডেকেছি তোমায় -- দেখা দাও!  
আঁধারে ঢেকেছে পথ -- আলো-রেখাটাও। 
বাতাস বন্ধ দ্বারে
আকাশ অন্ধকারে --
জীবনে উৎসর্গ করি -- শেষ লেখাটাও! 

২.
হাটুরেরা হেঁটে যায় হন হন করে। 
অফিসের বাবু ওড়ে ফুসমন্তরে। 
পৃথুলারা থপ থপ 
পুরুতেরা চট পট
পদাতিক কৃষকেরা ছোটে প্রান্তরে।

আরও পড়ুন 

Post a Comment

0 Comments