ছোটোবেলা বিশেষ সংখ্যা -৫৬ /(উৎসব সংখ্যা ৫)

সম্পাদকীয়, লক্ষ্মীসোনা বন্ধুরা, পুজোর সাজের ছবি মায়ের ফেসবুক একাউন্টে পোস্ট করেছ তো? নতুন জামা নতুন জুতোর ছবিতে ক'টা করে লাইক পড়েছে? জানিও কিন্তু। ঐ দেখো পিনাক পরামানিকের তোলা ছবিতে দুটো ছোটো বন্ধু পায়ে আলতা পরছে। কেন? আরে ওদের বাড়িতে লক্ষ্মী পুজো যে। তাই তো ওরা সাজছে। দেখছো না উঠোন জুড়ে ওরা কেমন আলপনা দিয়েছে। আচ্ছা তোমরা কেউ জানো ওদের নাম কি? আমি জানি না গো। হবে হয়তো লক্ষ্মী, দুর্গা, জয়া, কিংবা চন্ডী। হাসছো কেন? চন্ডী তো অনেকের নাম হয়। এই দেখনা ধ্রুব আঙ্কেলের গল্পে একটা গ্রামের সকলের নাম চন্ডী দিয়ে, জয়চন্ডী, দেবচন্ডী, হরচন্ডী। তারবেলা! আচ্ছা এমন সুন্দর আলপনা যে গ্রামে দেওয়া হয় তার নাম জান? আমি বাপু জানি না, তাই গ্রামের নাম দিলাম মনোহরপুর। সেটা কোথায়? তা জানতে হলে পড়তে হবে সহেলী আন্টির গল্প। কি? কীভাবে যাবে সেখানে? কেন, তথাগত আঙ্কেলের ছড়ার পাখির মতো উড়ে যাব। আর সেখানে আজ মিনুর জন্মদিন তো। কে মিনু? মিনু হল পারমিতা আন্টির গল্পের বার্থডে গার্ল। বার্থডে গার্লের কত বায়না। শুধু কি বার্থডে গার্ল জয়ন্তী ম্যামের গল্পের তিতুরও খুব বায়না। আরে বায়না কি শুধু তোমরা করো? তোমাদের বন্