জ্বলদর্চি

পাঁচমিশেলি লিমেরিক গুচ্ছ/প্রীতম সেনগুপ্ত


পাঁচমিশেলি লিমেরিক গুচ্ছ


প্রীতম সেনগুপ্ত 


উলটপুরাণ

রোদে ভিজে জামাগুলো শুকোচ্ছে বৃষ্টিতে,
ধুলো দিয়ে চোখ ধোয়, উন্নতি দৃষ্টিতে। 
বাঘমামা দেয় হামা, মিউ মিউ ডাকে ওই
হরিণটা গর্জায়--এ্যাই বাঘ গেলি কই?
(আসলে)ব্রহ্মার অরুচিরোগ, তাই উলটপুরাণ সৃষ্টিতে!


আগুনে লড়াই

কবি বললেন,এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়
তর্জনী উঁচিয়ে শাসক বলে, পিঠে খেলে পেটে সয়!
মনের আগুন ,পেটের আগুন ,কদাপি নেভেনা
হত্যা শেষের শুরু, একথাই শোষক বোঝেনা।
তবু কমরেড বলি, অবিরত লড়াইটা চালিয়ে যেতে হয়।



চাউমিন

কলকাতার পূর্বপ্রান্তে চীনাদের আবাস
চায়না টাউন নাম, চীনা খাবার খাস--
এখানে চীনারা কালীভক্ত 
কেন তা বোঝা খুব শক্ত 
মায়ের ভোগ চাউমিন, ভক্তির সুবাস।


শ্রাবণ

তখন আমি গ্রামে থাকি, ভরা শ্রাবণ মাস
মাঠে ঘাটে গজিয়ে ওঠে সবুজ লতা ঘাস। 
ইস্কুলে যাই, পথে কাদা
পৌঁছিয়ে দেয় দিদি দাদা, 
মজার বিষয় কাদায় পিছলে দিদিই দুম ফটাস!


বিষয়

বিষয়টা হল এই যে যতই  নিজেকে সেয়ানা ভাবি
নিজের গত্তে নিজেই পড়ে, হররোজ খাচ্ছি খাবি!
জীবনটা খুব সোজা নয়
একেকসময় তাই হয় ভয়--
এমন করেই সে মেটায় তার নিজস্ব সকল দাবি।


বন্ধু মানে


বন্ধু মানে বিবেকানন্দ -ম্যাকলাউড,রবীন্দ্রনাথ- ওকাম্পো
বন্ধু মানে জগদীশচন্দ্র-নিবেদিতা,গান্ধী -মীরার 'রাম্প'ও
বন্ধু মানে সুনীল গিনসবার্গ
বন্ধু(র)পথে নেই আইসবার্গ--
বন্ধু মানে একতার শক্তি, শত্রুরা থরহরি কম্প। 


জমিয়ে খাব কলাপাতায়

মনে বড় সাধ , খাব জমিয়ে কলাপাতায়--
নুন, লেবু, লঙ্কা, দুধসাদা ভাত সহায়,
একবাটি জমাটি খাসির মাংস
ঝোলে ভাসা আলু পরমহংস
শেষপাতে চাটনি, সেসব দিন কোথায়?
                                             (হায়, হায়)

বিজ্ঞানী ও নিসর্গ

জার্মান বিজ্ঞানী তখন সমুদ্রের ধারে, রোদ পোহাচ্ছেন,
উপরে অনন্ত নীলিমা, সামনে বালুরাশি, নজর রাখছেন।
হাইজেনবার্গ সেই বিজ্ঞানীপ্রবর
নিসর্গ পর্যবেক্ষণে বিষম প্রখর---
সমস্ত ঢেউ এক ছন্দে, এক নিয়মে, অনুভবে কাঁদছেন !

(বি়.দ্র.বিজ্ঞানী ফ্রিটজফ কাপরার TAO OF PHYSICS
বইটি থেকে বিষয়টি নেওয়া হয়েছে )


বাহাত্তুরে 'বাতেলাবাজ'

বিতানবাবু বিত্তবান আর বাহাত্তুরে বুড়ো
ব্যাতাইতলায় আড়ালে ডাকে 'বাতেলাবাজ' খুড়ো,
বার্তাটা তাঁর ঠিক কানে যায়
পাত্তা দেন কি বিতান রায়?
তিনি তো নন বেতো  বুড়ো, চিবোন এখন আস্ত মুড়ো!


লাভ নেই!

ভুলছি না, ভুলব না, যতই বাধা আসুক না,
জায়া ও জায়া ভগিনী যতই যমজ হোক না---
রাতের বেলায় গিন্নি ঘরে শুয়ে
পণ করেছি ভুলব না তো দু'য়ে
দিলেম সুড়সুড়ি, ঘর দেখিয়ে বলে দিল, হেথায় লাভ হবে না!


শোভানগর গাঁয়ে

ভর্তি হলেম পাঠশালেতে শোভানগর গাঁয়ে
নদী পেরিয়ে যেতাম সেথায়, দুখু মিঞার নায়ে,
দুখু মিঞা বিষম রসিক 
গল্প বলত, ডাকত ফটিক---
 নদীর ধারে,স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ে।


আহ্লাদিনী মা

মা আমার আহ্লাদী কত, শিব ঠাকুরের বুকে চেপে,
উলঙ্গিনী, অট্টহাসে, মুণ্ডমালিনী কি গেল খেপে!
স্বামীর বুকে পা রেখেছে
ভুলের স্বাদটা ঠিক চেখেছে,
নইলে সে কোন আহ্লাদেতে অট্টহাসে মেপে মেপে।


বোঝাপড়া

একজনের চটুলতা, আরেকজনের কাব্য
শব্দব্রহ্মের সন্ধানে কিছুই নয় অশ্রাব্য।
তোমারটা তোমার
আমারটা আমার
এমন বোঝাপড়া আনে শান্তি নামক দ্রব্য।



সাত্ত্বিক

জীবনবাবু হাবেভাবে পরম এক সাত্ত্বিক
দুবেলা জপ আহ্নিক বিষম বড় বাতিক,
জপের শেষে প্রতিদিনই
চার পেগে মজবেনই
পঞ্চ ম--এ চরম প্রীতি, আইবুড়ো কার্তিক।


মেট্রো রেল 

যে যাই বল এখন ভায়া মেট্রো রেলের যুগ--
হরেক রেলের বিভিন্নতা -মটর, মুসুরি, মুগ!
দেশটা জুড়ে, পাতাল খুঁড়ে 
রাস্তা আর মাটিতে মুড়ে;
নদী কিম্বা সাগর তলেও চলছে ঢুগ ঢুগ! 


বঙ্গানুবাদে লিমেরিক

Twinkle twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky
I am travelling through a car !
(Last line has been included)

তোমরা তো মিটমিটে ছোট ছোট তারা,
আদতে যে কী তা ভেবে হই সারা--
পৃথ্বির উপরেতে গগনের নীরে
যেন ঠিক দ্যুতিমান ছোট ছোট হীরে
ভ্রমনে চলেছি যেন পাগলের পারা!

জ্বলদর্চি পেজে লাইক দিন👇
সংগ্রহ করতে পারেন 

Post a Comment

0 Comments