প্রেমের গুচ্ছ কবিতা
বন্দনা সেনগুপ্ত
বর্ষণ
ঘন কালো আঁধার রাত
টিপ টিপ পড়ে বৃষ্টি
সাদা পাতলা লেসের পর্দা
দুলিয়ে দিয়ে যায়
জল কণা সিক্ত
সুগন্ধি বাতাস।
ভিতরে অন্ধকারে
বেহাগের রাগে
অশ্রু জলে
হতাশার দীর্ঘ শ্বাস
প্রত্যাখ্যাতা প্রেয়সীর।
প্রেম
আমি তো শুধু
তোমাকেই জানি
রাগে অনুরাগে,
প্রেমে ও ব্যর্থতায়
তোমারেই মানি।
জীবনের নদীটি
বহে চলে
শান্ত নিস্তরঙ্গ
তোমার ভালবাসার
আবেগে আশ্লেষে।
চিঠি
সেদিনও তো বসন্ত ছিল।
অশোকে পলাশে কিংশুকে
রাঙা হয়ে ছিল চারপাশ।
কোকিলটা ডেকে ডেকে
অশান্ত করে তুলেছিল সবাইকেই।
ও ওর বৌকে খুঁজছিল কিনা!
মনে পড়ে আমরা কত হেসেছিলাম সেদিন
আমার কাছে তো তুই ছিলি
আর, তোর কাছে আমি।
আমরা তখন কি জানি
বিচ্ছেদ কাকে বলে?
বিরহ কি!
আজ তুই কোথায়!
কি করে ডাকব তোকে?
ডাকলেও কি আর তুই
শুনতে পাবি
আমার প্রাণের আকুল কান্না!
ওখানে বসন্ত আছে?
বসন্তের কোকিল?
তুই একা?
না, খুঁজে পেয়েছিস
তোর প্রেয়সীকে?
ক্ষণস্থায়ী বসন্ত
তো ফিরে ফিরে আসে।
কিন্তু,
আমার জীবনের ঋতুরাজ
আমাকে ফেলে
চলে গেছে কোন
সে সুদূর পথে।
সে তো আর ফিরবে না।।
0 Comments