জ্বলদর্চি

আউ মআ, কআ মআ, ডাই /বিনোদ মন্ডল

আউ মআ, কআ মআ, ডাই

বিনোদ মন্ডল 

সাউর কচুর মত্য চেহারা 
কাতু হাঁসদার। 
গাবড়া দুধের সুকচুকি পিঠায়
সবে কামড়িছে
খবরটা শুন্যা ত হাঁ ! 

মাইকে ফুঁকছে ভঁদা দাস --
পাড়ায় নাকি ইস্কুল খুইলব্যে হে ! 

বাখুলের মুরুব্বি মদন রুইদাস
পুতরাকে কাঁধে লিয়া
মাইপোশ ধরিছে। 
হাউটা হপন তাঁতি 
লি যাঢে চালানি হিঁচড় --
চেঁচি উঢল্য --
উঠল্য বাই,  কটক যাই ! 

ভোরের মিঠা আলোয়
পিঠা খাবার যে কী সুখ ! 
সঁথে যদি ললেন গুড় জুটেনা..
ম্যাদামারার হাঁ-ও 
সেঁই-র মত্যন লাফি উঠ্যে ! 

সেভেন ক্যালাসের কাতু হাঁসদা 
বাইঙ মাছের ল্যায় গুটি গ্যালো
ক্যাঁদালধারে ! 

দাঁতে কাটা পিঠার ভিতাকাটা দশা। 

কাতু ভাইবল্য, যায়্যা মরু, যা হব্যে হউ, 
চল্যাব, চল্যাব ইস্কুল ! 
মটকা মাইরা বুস্যা রইলে হল্য ! 

ইঠা তোনকের কী রকম বিচার বঠ্যে ! 
দু দুটা বছর ধান বিড়া 
বাঁইধা
মুগরি- ঘুনি আইড়্যা
হঁপা মাঁদা লাগি কইরা,   
ছাত্র কি  আছি  আর। 
ছেলি হয়্যে গেছি গ। 

পুন্না পড়া যদি ধইরত্যে চায়
হোঁদল কুতকুত দিদিমণি ঠ
পরিষ্কার কইব মুয়ের উপরে 
একি 'অগো বিষ্টুপিয়া ' য্যাত্রা বঠ্যে ! 
রাগবি নি দি'মণি। 
পারু ত গড়ানু গা। 

হুনমানকে তুই হাকিম বনিবি ?
হারকিনকে কইরবি লিয়ন বাতি !  
গুজিগ্যাঁড়াকে কউঢু
লাউতুম্বা হইত্যে ? 

ঘসি বিক্যা বিক্যা,
 ভুজা খায়া খায়া,
মা-টা মোর তেলতাবড়ির মতো
মইরত্যে বইসছ্যে ! 
আমার অঁখ পতিঙ্গার মতো 
উইড়ল্যে চইলব্যে ? 

বছর বছর উ কম্পিটারে
পাশঠ্য যখঁ করি দেউঢু
তখঁ আর চিন্তাটা কী বঠ্যে ! 
শুন হে ভঁদা দাস, 
ইকদিন ঠিক চল্যে যাব্য ! 

পাঠশালার পাশে পাকশালাঠ্য
চালু কইরে দও না দেখি ! 
ঘরে ফিরল্যে মা জিগসিবে --
বাফু, আইজ কী খাইলু রে ? 
বিজয়গব্বে খুশি ডগমগায়ে
কইতে পাইরব্য --
আউ মআ ,কআ মআ, ডাই !

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments