গুচ্ছ কবিতা
প্রিয়াঙ্কা সুই
অভিমান
ইচ্ছে কিছু বাতাস ছুঁয়ে
ফিরে আসে তোমার কাছে।
তার কখনো আকাশ ছোঁয়ার
সাধ মেটে না মনের মাঝে।
কিছু অবহেলা যেন
দলা পাকে বুকের মাঝে,
তার কখনো বৃষ্টি সেজে
ঝরে পড়া হয়নি সে যে।
কিছু ঘৃণা স্তব্ধ হয়ে
নীরবতায় রাত জেগেছে ,
পাহাড় জুড়ে প্রতিধ্বনি
হয় নি শোনা সেই কারণে।
অভিমান চোখ ছুয়ে যায়
ঠিকানা হারায় মনের মাঝে।
গল্প কিছু শেষ হয়েও
বাকি থাকে অন্তরেতে ।
গল্প গুলো ক্ষণস্থায়ী
ঘর বাঁধে নি জীবন জুড়ে।
প্রতীক্ষা
আজকে বহুদিনের পরে
চাঁদ উঠেছে বিকেল করে ।
সূর্য চাঁদে ঝগড়া কোথায়
জানো কেউ ওদের কথা ।
থাকে তারা এক আকাশের
পাশাপাশি একি সাথে ।
তাও কিসের অভিমানে
সূর্য গেলে চাঁদ যে আসে ।
আজকে হঠা কি ভেবে ভাই
দেখা দিলে সূর্য টাকে।
অনেক দিনের প্রতীক্ষাতে
দেখা হলো দুই জনাতে।
উদাসী হওয়া
কল্পনারা বেজায় দূরে
বস্তবতার শহর জুড়ে।
ধোঁয়া আর ধুলোয় মিশে
প্রখর তাপে ধূসর দিনে।
মন খারাপের গল্প যত
নীরব চোখেই বলার ছিলো ।
ভাবনারা সব এলোমেলো
তোমায় ছুয়ে ভালোই ছিলো।
উদাসী হওয়া উড়িয়ে ধুলো
নির্জন ওই আকাশ ছুলো।
মন চলে যায় সুদূর দেশে
ঠান্ডা হওয়ার এক ঝাপটে।
এক মুঠো ওই কল্পনাকে
জড়িয়ে ধরে ছিলাম রেখে ।
কখন দেখি শূন্য হাতে
দাড়িয়ে একা বস্তবেতে ।
ভালোবাসার উৎসব
স্বার্থ ছাড়াও ভালো থাকুক ভালোবাসা ।
প্রেম থাক প্রয়োজনের বাইরেও
কারন ছাড়াই হাতটা ধরা থাক
সারাজীবন।
সম্মান টুকু থেকে যাক,
বিচ্ছেদ এর পরেও।
প্রতিশ্রুতি গুলো হারিয়ে
যাওয়ার পরেও,
অবশিষ্ট থাকুক অনুশোচনা ।
ঘৃণা গুলো প্রতিশোধ থেকে
মুক্ত হয়ে, উদারত পাক
মনের মাঝে।
আজ তাই প্রেমের উৎসবে
সামিল হতে, ভালোবাসার
অন্তরালে মুখোশ ধারন না করে
ভালোবসাকে ধারন করি অন্তরে।
জ্বলদর্চি পেজে লাইক দিন👇


0 Comments