জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

গুচ্ছ কবিতা

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়


জীবন-মরণ 

সেদিনের কথা /ভেবেছো কি মনে, /যেদিন আর তুমি/ থাকবে না ?
টাকা কড়ি আর/ ঘর সংসার/সাথে নিয়ে যেতে/ পারবে না,
দারা ও তনয়া,/ সুত, নন্দন,
মিত্র,স্বজন,/সাথি,পরিজন,
সকলেই রবে/অতীব নীরবে/কেউ আর তোমায়/ ডাকবে না,
প্রাণহীন দেহ/ সেতো শুধু শব /কেউই ঘরেতে /রাখবে না ।

সে দিনের কথা ভাবতে গেলেই মনেতে আসে যে দারুণ ভয়,
ভাবলে মরণ-রোমহর্ষণ ভয়াতুর মন ব্যাকুল হয়,
আছে কি তোমার সেই সঞ্চয় 
যেটা দেখে ভয় মানে পরাজয়?
আছে কি শেষের সেই সম্বল যা দেবে সাহস এবং জয়?
ভাঙা ফুটো তরী ,ভয়াল লহরী যুদ্ধ শেষের এ পরাজয় ।

অবনত হয়ে ডাকো মুর্শেদে শঙ্কা হরণ মন্ত্র পাও,
মানব সেবায় নিয়োজিত থেকে ত্যাগের স্তুতিতে দীক্ষা নাও,
স্বার্থ চিন্তা করো তুমি ত্যাগ,
জীবের সেবায় আনো অনুরাগ,
সুফি সাধকের মারফতি গেয়ে মন হতে ত্রাস বিষ তাড়াও,
জীবন তো ছোটে মরণেরই পানে তবে মিছে কেন মায়া বাড়াও ?



রাজনীতি


রাজার করণ প্রজার পালন প্রজাদের রাখা সুখে,
অন্ন, বস্ত্র,আবাস,জুগিয়ে বিদূরিত করা দুখে
বিরাজিত রবে প্রগতি ও প্রীতি,
উৎক্রান্তির এই রাজনীতি ,
এ রাজনীতির প্রতি প্রজাগণ চেয়ে রন উন্মুখে ,
এসো হে  রাজন,করো এ করণ প্রজাদের রাখো সুখে ।

করণ  :  কর্তব্য


একজন সাধারণ লোকের ভাবনা

আমেরিকান কবি স্টিফেন ক্রেনের লেখা 'The    Wayfarer'
-এর ভাবানুবাদ
অনুবাদক  :  বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়


 এ  ক  জ  ন     সা  ধা  র  ণ    লো  কে  র    ভা  ব  না

পথের পথিক সামনে দেখেন 'সত্যে'র পথ খোলা,
বন্ধুর পথ,কন্টক ময় কঠিন সে পথে চলা,
কম লোকই চলে সেই পথ দিয়ে,
শত বিপত্তি বোঝা মাথে নিয়ে,
চলতে ও পথে আগে দরকার আগাছার কাঁটা তোলা ,
কণ্টক হীন সুগম সে পথে যন্ত্রণা যায় ভোলা ।

"কি করি এখন?" বলেন পথিক ভাবেন অনেক বার,
"আগাছার কাঁটা শাণিত ছুরিকা বড়োই তীক্ষ্ণ ধার,
সত্যকে নিয়ে মাথার ওপরে,
কেউই চলে না এই পথ ধরে,
অন্য একটা পথ যদি থাকে খুঁজে দেখি  একবার ,
যদি পাই তবে সে পথে চলবো শেষ হবে ভাবনার



কথা বলা

কথা বলতে কি জানো হে বন্ধু?  ভালো কথা কারে কয়?
কথা বলে তুমি সকলের মন করতে পারো কি জয়?
কথা কওয়া সেতো সকলেই পারে,
নিজের কথাই বলে বারে বারে,
কটু কথা যদি বলো হে বন্ধু,সকলে আহত হয়,
কটু ভাষ জেনো সকলের মনে আনে ক্ষোভ আর ভয়।।

মুখের কথায় /বুঝে নেওয়া যায় /মানুষের পরিচয়,
মরমি ভাষায়/করে নেওয়া যায়/শত্রুর মনও জয়,
হাসি ভরা মুখে যে কথাই বলো,
খোলা মন নিয়ে যে পথেই চলো,
তোমার সু ভাষ সবকে তখন করে আনন্দময়,
তুমি তখন হও সকলের প্রিয় মিত্র করুণাময়।।

তবে, মনে রেখো কথা বলা বড়ো সহজ কার্য্য নয়,
এ এক শিল্প অনেক কষ্টে রপ্ত করতে হয়,
রাগ অভিমান দূরে চলে যায়,
অপমান জ্বালা লাগে না তো গায়,
দরদি বাক্যে সকলেরই মন হয়ে ওঠে প্রীতিময়,
যে জন বলে এ মরমি বাক্য সেও তৃপ্ত হয়।।

দাঁড়কাক তোলে কর্কশ রব, কানে দেয় লোকে হাত,
ভাবে এ বিপাক কোথা হতে এলো,একি এ  আপদ পাত,
দূর করে দিতে এই উৎপাতে,
ঝাঁটা,লাঠি সব তুলে নেয় হাতে,
কাকটা পালালে কেটে যায় যেন দুঃস্বপ্নের রাত,
শান্তির ক্ষণ ফিরে আসে ফের দূরে গেলে উৎপাত।।

কোকিলের ডাক বড়ো আদৃত সকলে শুনতে চায়,
ব্যস্ত মানুষও এই ডাক শুনে অবসর খুঁজে পায়,
কোকিল কুজন আহা কি মধুর,
প্রাণ আকুল করা মধুময় সুর,
যে মানুষ শোনে এ মধুর সুর পরম শান্তি পায়,
মহা আনন্দে এই গানে তার দু দণ্ড কেটে যায়।।

'মুখের মাঝেতে রয়েছে তোমার কুঠার এক খরশান,
যদি তুমি বলো কুভাষ, তুমি স্বয়ং হবে খান খান'
বুদ্ধদেবের মহান এই বাণী,
দূর করে দিক কটু ভাষ গ্লানি,
প্রিয় ও সত্য মধুর ভাষণে দাও সবে সম্মান,
বিনিময়ে জেনো তুমি নিজে পাবে প্রেম,ভালোবাসা, মান।।

প্রিয় বাক্যের পাঁচটি নিয়ম জেনে রাখি এই ক্ষণে,
(১)মিথ্যা কখনো বলবো না মুখে এটা রাখি যেন মনে,
(২)কুৎসা কখনও করবো না কারও,
(৩)গালাগাল তথা কটু ভাষ আরও
(৪)মিথ্যা বার্তা,গুজব ছড়ানো ভুলে যাবো এ জীবনে,
(৫)বহু ভাষী নয়,মিতভাষী হয়ে রয়ে যাবো এ ভুবনে।।

Speak :

The Pleasant Words
The Truth,
The Words that do not bring remorse,
The Words that do not hurt any one,
The Words that are honest.

                                          --Buddha

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments