জ্বলদর্চি

অজানাকে জানুন /পর্ব -- ৭ /অরিজিৎ ভট্টাচার্য্য

অজানাকে জানুন 
পর্ব -- ৭ ম
অরিজিৎ ভট্টাচার্য্য 


১] প্রথম ' স‍‍্যার ' উপাধি কে লাভ করেন?
২] ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নামে পরিচিত?
৩] পৃথিবীর মধ‍্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি ?
৪] উইলিয়াম হোগার্থ কীসের আধুনিক জনক?
৫] মস্তিষ্কের টিসুর রঙ কি?
৬] ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রঙ কি হয়?
৭] মেঘালয় কোন চাষের জন্য বিখ্যাত?
৮] " ক্লোনিং" পদ্ধতির মাধ‍্যমে সর্বপ্রথম কোন প্রানীর সৃষ্টি হয়?
৯] ভারতের কোন রাজ‍্যে বনভূমির পরিমান সবথেকে কম?
১০] অন্ধপ্রদেশ যে বিখ‍্যাত মিউজিয়ামটি অবস্থিত তার নাম কি?
১১] বিখ‍্যাত কবি ' ইস্কিলাস ' কোন রাষ্ট্রের বিখ্যাত কবি?
১২] কোন পাখি দুবছর অন্তর অন্তর একটি করে ডিম পাড়ে?
১৩] 17 ই অক্টোবর কী দিবস হিসাবে পালিত হয় সারা দুনিয়ায়? 
১৪] ম‍্যাগনেটাইট লৌহ আকর 
কী দিয়ে তৈরী?
১৫] কোন সালে প্রথম ফিন্যান্স কমিটি গঠিত হয়?


অজানাকে জানুন 
৬ -ষ্ঠ পর্ব'র উওর
অরিজিৎ  ভট্টাচার্য্য 

১] ' হাম্পি ' শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উ: তুঙ্গভদ্রা
২] 'Louvre Musseum ' -- কোন বিখ্যাত শহরে অবস্থিত?
উ: প‍্যারিস
৩] " অর্জুন পুরস্কার " প্রথম কতসালে দেওয়া হয়?
উ: 1961
৪] সম্রাট শাহজাহানের বিখ্যাত ' ময়ূর সিংহাসন ' কে তৈরী করেছিলেন?
উ: বিবাদল খাঁ
৫]" ক‍্যাথলিক " শব্দের অর্থ কি?
উ: সর্বজনীন
৬] " তিস্তা " কোন দেশের প্রধান নদী?
উ: সিকিমের
৭] " সুবা বাংলা " বর্তমান কি কি নামে পরিচিত?
উ: বাংলা - বিহার - উড়িষ্যা 
৮] " পিতৃদয়িতা " র রচয়িতা কে?
উ: অনিরুদ্ধ ভট্ট
৯] " পিঙ্ক সিটি ' - কোন রাজ‍্য?
উ: জয়পুর
১০] " Thenatolog " কি সম্পর্কিত বিদ‍্যা?
উ: ল‍্যামার্ক
১১]' Knowledge is Power '
 কোন বিখ‍্যাত ব্যক্তির উক্তি?
উ: হবস্
১২] শুদ্ধ ন‍্যাপথলিনের গলনাঙ্ক কত?
উ: 80.6
১৩] ভারতের জাতিভিওিক জনগননা প্রথম কত সালে চালু হয়?
উ: 1911
১৪] 2009 সালে 'মিস ইউনিভার্স ' কে এবং কোন দেশ থেকে নির্বাচিত হন?
উ: স্টেফানিয়া ফার্নান্ডেজ / ভেনেজুয়েলা
১৫] বিখ‍্যাত কথাসাহিত্যিক আনিসুজ্জামান (বাংলাদেশ)
 কত বঙ্গাব্দে " আনন্দ পরস্কার " -এ ভূষিত হন?
উ: ১৪২৩ বঙ্গাব্দে।

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments