তিনটি প্রেমের কবিতা /শ্রাবণী গুপ্ত
তিনটি প্রেমের কবিতা
শ্রাবণী গুপ্ত
ভোরের কাছে প্রশ্ন রাখি
আমাকে রাত্রি ভেবে ছেড়ে গেছে যতগুলো ভোর
আমি কি তাদের নামে এক একটা প্ল্যাটফর্ম
কিনে নেব, কিংবা দেব স্টেশনের নাম!
নয়তো বিজ্ঞাপন লিখে দেব পত্রিকার
পাতায় পাতায়, স্টলে স্টলে গ্রাহকেরা
চুপচাপ কিনে নিয়ে চলে যাবে
যে যার সঠিক ঠিকানায়!
ছেড়ে গেছে ভোর বলে
আমি কি রাত্রির কথা ভুলে যাব!
ভুলে যাব শেষ রাতে উল্টোনো ট্যাক্সির মতো
তুমি শুয়ে ছিলে পাশে—
বিছানা ছিল না কিছু, বার্থ ছিল
তা'বলে কি দাগহীন!
ছেড়ে যাব নগ্ন এমনি!
গতি ছিল বাইরেও
ঝড়ের আভাস ছিল, বিকেলেই
আকাশে আলোর ঝলকানি পড়েছিল চোখে
যদিও নামানো ছিল কাচ
তা'বলে কি বৃষ্টির ছিটেফোঁটা একটুও ভেজাবে না
কাঁপাবে না নরম সোহাগ!
ছেড়ে যায় ভোর
ছেড়ে যাবে
তা'বলে কি ভালবাসা কাছে এলে
দু'দন্ড পাশে বসাব না!
রহস্য
যারা প্রেমে পড়েছে
তারা কাছে আসেনি
যারা কাছে এসেছে তারা ভালবাসা ভুল ভেবে তীক্ষ্ম করেছে ছুরি—
তারপর একে একে কেটে ফেলেছে
সঙ্গম-রিরংসা-স্মৃতি...
প্রেমের মরশুম
শীত যাবে যাবে করেও যাচ্ছে না...
কমলালেবুর আদর পড়ে আছে
টেবিলের পাশে
মৃদু রোদ্দুরে রাখা আছে তুলসীপাতায় ধোওয়া জল
তোমার কোমর ছুঁয়ে নেমে ছিল বহুকাল আগে
কোন এক শীতের দুপুর
শীত যাবে যাবে করেও যায় না যখন
তবে কি আমি বরফ ভেঙে নেমে
যাব তোমার শরীরজুড়ে!
বেশ ভালো লাগলো।
ReplyDeleteআশ্চর্য এক মায়া জড়ানো রোমান্টিক ঔদার্য, অদ্ভুত এক কোমলতা ঝরানো প্রেমের মাধুর্য কবিতা গুলির শরীর জুড়ে বহমান । চুঁইয়ে চুঁইয়ে পড়ে যায় মধু রাতভর । নিরন্তর হাতছানি দিয়ে ডাকে । বলে, পান করে যাও সাকী হৃদয় ডুবিয়ে .....আচ্ছন্ন হয়ে ডুবে যাও প্রেমের গভীরে .....
ReplyDeleteরহস্য, টা বিশেষ ভাবে দাগ কাটলো।তিনটি কবিতাই ভালো।
ReplyDeleteখুব ভালো লাগলো। সমৃদ্ধ লেখা। এগিয়ে চলো।
ReplyDelete