জ্বলদর্চি

দুটি সিরিজ কবিতা /রজত গোস্বামী

দুটি সিরিজ কবিতা

রজত গোস্বামী


একটি নদী ও তুমি

১.
নদী, তোমার চরে যে গোলাপ আলোকিত করেছে বিকেল,
আসলে সে কার?
তোমার, আমার নাকি তার?
যে এখনো একলা হাটে পথ!

২. একটি নদী ,একটি নৌকো আর তুমি,
দাঁড়িয়ে রয়েছো ত্রিভুজে,
স্রোত নিয়ে গেছে বাড়ি-ঘর,
নৌকো চলেছে দিগন্তে,
আর তুমি, তুমি তো সেই
যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমার ভেসে যাওয়া।

৩. 
এই চৈতি বিকেলে, তুমি কার জন্য বসে আছো খেয়াঘাটে?
কাকে খুঁজে চলেছো ওই অমনোযোগী চোখে?
তাকে দেখেছো?
না কি হারিয়ে ফেলেছো তাকে কোন ভীড় বাসে, ভুল স্টপেজে?
বেচারি তুমি, মানুষ চিনলে না!
যে যাবার সে চলে গেছে,
তুমি বাড়ি ফিরে যাও রাত নেমে আসছে।

৪.
নদী সোজা চলো তুমি,
কার জন্য চলেছো ওই দিকে ?
সেই মেয়েটি? 
যে রোজ বিকেলে তার শরীর সমর্পণ করে তোমায়?
আর যেও না ওই দিকে,
সে চলে গিয়েছে দুর কোনো গাঁয়ে,
আর ,তার শরীরে এখন ছোঁয়া দেয় অন্য মানুষ,
তুমি ভুলে যাও, ভুলে যাও তাকে।

৫.
কেন বসে আছো ওপারে তাকিয়ে?
কি খুঁজছো ? সুখ?
অথচ ওই সুখের ঘরে কেউ তোমায় চেনেনা।
ওরা শুধু চেনে বর্ষার রাত!
যখন বৃষ্টি খুব কেঁদে ওঠে,
তখন কখনো তাকিয়ে দেখেছো ওদের?
আসলে ওরা ঠিক কতটা সুখী! 



প্রিয়তমা তোমাকে


১.আমার ভালো লাগে তোমার ওই ছেলে মানুষী,
আমার ভালো লাগে তোমার আগুনরঙা চোখ, খোলা পিঠ আর বাঁকা হাসি,
আমার ভালো লাগে তোমার গোলাপী ঠোঁট যখন তুমি আমার দাড়িতে ছুঁয়ে দাও,
আমার ভালো লাগে তোমার বুক যখন আমার মনে মেঘ করে,
আমার ভালো লাগে তোমার আঙ্গুলের কারুকাজ যখন আমার দু চোখে বৃষ্টি নেমে আসে,
শুধু আমার ভালো লাগেনা যখন প্রতিটি সন্ধ্যায় তুমি আমায় একা করে বাড়ি ফিরে যাও।
একদিনও কী আমায় তোমার সাথে নিয়ে যেতে পারো না?

২.
যেভাবে ভোরের বাতাস ছুঁয়ে গেছে ধানের শিষ,
সেভাবে কোথায় ছুঁতে পারলাম তোমায়?
 এই বসন্তে যেভাবে পলাশ রাঙিয়েছে তার বুক,
সেভাবে রাঙাতে পারলাম কই?
এই যন্ত্রনা আমায় ক্রমশ নিভিয়ে ফেলছে রোজ!
এখন আমার জীবন অন্তর্বাহিনী নদী, আর ব্যার্থতা ভিসুভিয়াস।
তোমাকে ছুঁয়ে থাকার অভ্যাসে আটকে পড়েছি চোরাবালিতে।
আর প্লিজ কাছে এসো না ,খুব ভয় হয় যদি আবার ভালোবেসে ফেলি!

৩.
এই নদীকে ভালোবেসে পা ডুবিয়েছি হাঁটুজলে,
তুমি কোথায় প্রিয়তমা ?
কোথায় তোমার সেই পারাপারের সাঁকো?
যাকে পেরিয়ে তুমি এসেছিলে আমার কাছে,
আমি হাতড়ে হাতড়ে খুঁজে বেড়িয়েছি তাকে,
আজও পাইনি খুঁজে,
এবার তুমিই বলে দাও,আমি কিভাবে পৌঁছোবো তোমার কাছে?

৪.
এখনো, আমি সারারাত জেগে শুয়ে থাকি তোমার অপেক্ষায়,
বলেছিলে এমনি কোনো এক রাতে তুমি আসবে।
বলেছিলে আমার সাথেই থেকে যাবে রাত থেকে দিন,
আর এও বলেছিলে গড়ে নেবে এক মায়াবী সংসার,
বুকে হাত রেখে আদর লাগিয়ে দেবে আমার সকল ব্যাথায়।
আজও রুটিন করে রাত জেগে শুয়ে আছি প্রিয়তমা
আজ কি তুমি আসবে?

জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

2 Comments

  1. খুব ভালো লেখা রজত।

    ReplyDelete
  2. প্রিয়তমা, তোমাকে - সিরিজের কবিতাগুলো ভীষণ ভালো লাগলো।
    লিখে চলো নিরন্তর। 💗

    ReplyDelete