জ্বলদর্চি

দীর্ঘ কবিতা /বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ কবিতা

বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

আদর্শ সাংবাদিকতা - বনাম - পীত সাংবাদিকতা


দূরকে এনেছো নিকটে বন্ধু বিশ্ব করেছো এক,
 ধরণীর মাঝে হে গুণী তোমারন  সুনাম আছে অনেক,
বিশাল জগৎ ছোটো হয়ে গেছে তোমার সুকৃতি গুণে,
সারা পৃথিবীতে খবরের জাল তুমিই চলেছো বুনে ।

সাংবাদিকের কাজ করা সেটা সহজ ব্যাপার নয়,
ঘটনা যা ঘটে ভালো করে জেনে প্রকাশ করতে হয়,
ঘটনার আগে ঘটনার পিছে অনেক ঘটনা থাকে,
সম দৃষ্টিতে সে সব ঘটনা দেখে নিতে হয় তাকে ।

শক্তিধরেরা চায় জনমত তাদের পক্ষে যাক ,
তাদের পক্ষে যেন সংবাদ পেটায় তাদের ঢাক,
উৎকোচে, ত্রাসে সাংবাদিককে কিনে নিতে চায় তারা,
লোভে আর ভয়ে বার্তাজীবীরা কি করবে ভেবে সারা ।

বাকস্বাধীনতা ,সমানাধিকার তুমি এনে দিতে পারো,
তোমার পাতার সাজানো হরফ এনে দেয় সুবিচার ও,
রাজনীতি আর অর্থ নীতিতে গড়ে ওঠে যত দেশ,
তোমার মত আর দর্শিত পথে দূর হয় যত ক্লেশ ,

শাসক এবং বিরোধী দলের ভিন্ন ভিন্ন মত
সামঞ্জস্য তুমি এনে দাও তুমিই দেখাও পথ,
সম্পাদকের সুযুক্তি, ন্যায় গড়ে তোলে জনমত,
পাঠককে তাঁরা জানাতে বলেন কি তাদের মনোরথ ।

বার্তাজীবীরা সকলে মানুষ ভালো মন্দতে গড়া ,
তাদের মানসও অস্মিতা,লোভ, ছয়রিপু দিয়ে ভরা,
এসব কারণে সংবাদও হয় রুচিহীন বিকৃত ,
অনেককে এরা নীচেতে নামায় করে তোলে ধিক্কৃত ।

ভিত্তিবিহীন রোমাঞ্চকর শিরোনাম তোলে সাড়া,
বিবেকের ডাক শোনে নাতো  এরা ঠিক পাগলের পারা,
কাটতি বাড়ুক পত্রিকার আর অর্থ আসুক জেবে,
কলুষিত হোক সমাজ জীবন, নীতি দীপ যাক নিভে ।

'পীত সংবাদ' বর্জন করে কল্যাণ আনো দেশে ,
স্বার্থ চিন্তা সরাও,  দাঁড়াও মানুষের পাশে এসে,
তোমার শাণিত কলম চলুক সত্য ন্যায়ের পথে,
মানুষকে করো মহান চিত্ত কৃষ্ণ সারথি রথে ।

পীত সাংবাদিকতা বা Yellow journalism
Journalism that features sensational or scandalous items or ordinary news  sensationally
distorted in a mean and cowardly manner in
order to gain money regardless of ethical values.

জ্বলদর্চি পেজে লাইক দিন👇
 

Post a Comment

1 Comments

  1. গৌতম বাড়ইJune 23, 2022 at 9:11 AM

    খুব সুন্দর এবং অন্যরকম একটি কবিতা। একদম সত্য কথাটি সরল সহজ সুন্দর করে বলা। এই ইয়েলো জার্নালিজম আজকের দেশের মহান অধঃপতনের জন্য দায়ী।

    ReplyDelete