জ্বলদর্চি

ক্যুইজ-২/ সাগর মাহাত

ক্যুইজ-২/ সাগর মাহাত

১. বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান—

বিষ্ণু দে
মহাশ্বেতা দেবী
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
শঙ্খ ঘোষ

২. বীরভদ্র যার ছদ্মনাম—

সুনীতিকুমার চট্টোপাধ্যায়
তারাপদ রায়
বিমল মিত্র
রাজা রামমোহন রায়

৩. পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত—

পশ্চিমবঙ্গ
বিহার
ঝাড়খণ্ড
ছত্রিশগড়

৪. যে দেশটি নরম কাঠের জন্য বিখ্যাত

ব্রাজিল
কানাডা
আমেরিকা
থাইল্যান্ড

৫. বিহারের যে নদীকে বলা হয় 'দুঃখের নদী'—
গঙ্গা
তোর্সা
কোশী
ব্রহ্মপুত্র

৬. এশিয়ার সবচেয়ে পরিস্কার পরিচ্ছন্ন গ্রামটির নাম হল—

কংথং
মাওলিনং
তুরা
নংপো

৭. ২০২২সালে সাঁওতালি ভাষায় সাহিত্যে অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন —

সারদাপ্রসাদ কিস্কু
দময়ন্তী বেশরা
পরিমল হেমব্রম
কালিপদ সরেন

৮. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটি অবস্থিত—

খড়্গপুর
গোরখপুর
মুম্বাই
ব্যাঙ্গালোর

৯. সাইনা নেহওয়াল যে খেলার সঙ্গে যুক্ত—

টেনিস
গল্ফ
ব্যাডমিন্টন
ক্রিকেট

১০. 'হলদে গোলাপ' উপন্যাসটির লেখক—

স্বপ্নময় চক্রবর্তী
সমরেশ মজুমদার
সৈকত রক্ষিত
শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১১. যে রাজ্যে প্রথম দুই সন্তান নীতি চালু হয়—

কর্নাটক
আসাম
মেঘালয়
কেরল

১২. দেশের বৃহত্তম কোভিড-১৯ হাসপাতালটি রয়েছে—

দিল্লি
পশ্চিমবঙ্গ
ওড়িশা
মহারাষ্ট্র

১৩. গম্ভীর সিং মুড়া যুক্ত ছিলেন—

ঝুমুরের সঙ্গে
ছোনাচের সঙ্গে
পাঁতা নাচের সঙ্গে
ঘোড়া নাচের সঙ্গে

১৪. ২০২২ সালে যে বাঙালি লেখক 'ও হেনরি' পুরস্কারে ভূষিত হয়েছেন—

ব্রাত্য বসু
অমর মিত্র
জয় গোস্বামী
শীর্ষেন্দু মুখোপাধ্যায়

১৫. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ—

0.33%
0.03%
0.30%
3%



ক্যুইজ-১ এর উত্তর
১. বিশ্ব পরিবেশ দিবস ২. মেঘালয় ৩. শূদ্রক ৪. দীনবন্ধু মিত্র ৫. কর্ণসুবর্ণ ৬. ৪এপ্রিল ২০১৭ ৭. পুরুলিয়া ৮. ১৯৪৪ ৯. মুম্বাই ১০. নৃত্যনাট্য ১১. ১৯৫৫ ১২. শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ১৩. সিটা ১৪. পাতার মেসোফিল কলায় ১৫. জসীমউদ্দীন

জ্বলদর্চি পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments