জ্বলদর্চি

ক্যুইজ-৯ / সাগর মাহাত


ক্যুইজ-৯ / সাগর মাহাত


১. মেন্ডেল এক সংকর জনন পরীক্ষার জন্য যে গাছটি নির্বাচন করেছিলেন—
মটর
ছোলা
ধান
ভুট্টা

২. Autosome শব্দের বাংলা অর্থ—
রং ও দেহ
রং ও স্ব
স্ব ও দেহ
দেহা

৩. নিউক্লিক এসিড যত প্রকারের হয়—
৮ প্রকারের

৪. Miosis- নামকরণ করেন—
ফারমার
মোর
এরিস্টটল
ফারমার ও মোর

৫. STH হরমোনের অপর নাম—
GH
TSH
ACTH
ASS

৬. Law Commission গঠিত হয়—
১৯৫০
১৯৫২
১৯৫৫
১৯৫৩

৭. সংবিধান প্রবর্তনের পূর্বে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের নাম—
আজিজুল হক
নুরুল আমিন
সৈয়দ নৌসেন আলি
ঈশ্বর দাস জালান

৮. পোলিও রোগ প্রতিরোধের জন্য যে টিকা দেওয়া হয়—
OPV
BCAT
ACTB
TCBA

৯.ভারতে লুপ্ত একটি প্রজাতি—
হরিণ
চিতা
সিংহ
কুমির

১০. ভারতে যে রাজ্যে বনাঞ্চল বেশি—
পশ্চিমবঙ্গ
মধ্যপ্রদেশ
ঝাড়খণ্ড
বিহার

১১. মুক্তিজার বলা হয়—
দ্বিতীয় আলেকজান্ডার
প্রথম নিকোলাস
প্রথম আলেকজান্ডার
দ্বিতীয় নিকোলাস

১২. যে দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল—
ইংল্যাণ্ড
ফ্রান্স
জার্মানি
রাশিয়া

১৩. প্রথম যে বিদেশি শক্তি ভারত আক্রমন করেছিল—
হুন
পারসিক
গ্রীক
আভীর

১৪. অশোকের প্রধানমন্ত্রী ছিলেন—
রাধাগুপ্ত
উপগুপ্ত
কোটিল্য
বিষ্ণুশর্মা

১৫. কলিঙ্গ যুদ্ধ বর্তমান যে প্রদেশে হয়েছিল—
বিহার
উড়িষ্যা
পশ্চিমবঙ্গ
ছত্রিশগড়


ক্যুইজ-৮ এর উত্তর

১. জলে  ২. সবকটি ৩. শ্বেত কণিকা  ৪. জল ৫. সংশ্লেষ দশা ৬. চতুর্থ পঞ্চবার্ষিকী  ৭. কাঠমান্ডু ৮. মণিপাল  ৯. এডাম স্মিথ ১০. এম. মুন্সি ১১. এম.ভি.পাইলি  ১২. একটিও না  ১৩. ৫টি ১৪. রাজ্যপাল ১৫. ৪টি


জ্বলদর্চি পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments