জ্বলদর্চি

বন্ধ্যাকাল /পলাশ বন্দ্যোপাধ্যায়


বন্ধ্যাকাল

পলাশ বন্দ্যোপাধ্যায়


আজকাল যা লিখি তা সব কেটে দিই।

এখন যা মনে হয়, ঠিক।
পরক্ষণেই দেখি ভুল।
মন সে দুবিধা নিয়ে 
অবিরল ভেবেই আকুল।

আমিও মনের সাথে 
দুখবাহী হতে হতে
তার কিছু ভাগ করে নিই।

যা লিখি
তা সব কেটে দিই।

কাটা কবিতারা বাঁচে ফের।

ফিনিক্স পাখির মতো বলে,

এভাবে কখনও কেউ মরে?
তুসের জ্বলন সয়ে-
হৃদয়ের আঁধার জঠরে?

তারা শ্বাস নেয় অবিরত।
কেটে দিস তাকে যদি,
স্বীকার না করলেও-
মেরে ফেলা সহজ কি অত?

তার কথা শুনে কেঁপে কেঁপে,
লজ্জার নরম হৃদয়।
চুপি চুপি কবি-কানে বলে,
না কেটে পুড়িয়ে দিতে হয়, 
অতীতের জ্বালা।

নইলে আবার ঠিক 
চেপে বসে হয়ে ফুলমালা-

গলার উপরে।
কবিতার মন্বন্তরে।

....ঠিক এর পর থেকে
পাল্টেছি সব রীতিনীতি।

বাঁচতে তাদের থেকে সব ভয়ভীতি-
পুড়িয়েছি আগুনের তেজে।

সাম্রাজ্যবাদীর ভক্তের সহকারী সেজে।

করেছি কি  ভুল?
উত্তর দিও জ্ঞানীগুণী।
জবাবী ভরসা পেতে
হয়ে আছি নিথর আকুল।

 
পেজে লাইক দিন👇


Post a Comment

0 Comments