জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ বিজন সাহা

গুচ্ছ কবিতা/ বিজন সাহা 

অপেক্ষা 

হলুদ শাড়ি আর মাথা ভর্তি নীলাকাশ চূড়া পরে 
ক্লিওন যখন হেসে বলল
- আমায় চিনতে পারলে?
যেন ঘোর কাটিয়ে বললাম
দিব্যি চিনেছি। 
গতবছর এমনি এক রৌদ্রজ্জ্বল দিনেই তো তোমার ছবি তুলেছিলাম। 
অনেক দিন এসেছি তোমাকে ছবিটি দেব বলে। 
কিন্তু তুমি কোথায় যে হারিয়ে গেলে? 
তোমার অপেক্ষায় হাড় কাঁপানো শীতে 
এখানে দাঁড়িয়ে ছিল হাড্ডিসার এক মেয়ে। 
বসন্তে সেও হারিয়ে গেল। তার জায়গায় এল 
এক দুরন্ত শিশু হাল্কা সবুজ ফ্রক গায়ে। 
বসন্ত চলে গেল তবুও তোমার দেখা না পেয়ে সেই ছোট্ট মেয়েটিও 
একদিন নাই হয়ে গেল। কিন্তু অপেক্ষার শেষ হল না। 
এল সবুজ শাড়িতে নিজেকে জড়িয়ে আরও একজন। 
ঠাঁয় দাঁড়িয়ে রইল মাসের পর মাস। 
কত ট্রেন, কত জাহাজকে সে স্বাগত জানাল 
সেখান থেকে তুমি নামবে সেই আশায়। 
কত মানুষকে প্রশ্ন করল 
হলুদ শাড়ি পরা মিষ্টি মেয়েকে কেউ দেখেছে কি? 
আজ তুমি এখানে অথচ ওরা কেউ নেই, 
সবাই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ফিরে গেছে। 
এখন তুমিও যাচ্ছ সবাইকে নতুন করে অপেক্ষায় বসিয়ে রেখে।

মস্কো, ১০ অক্টোবর ২০২২ 

মাতাল পথ

সেদিন ঝরা পাতার হলুদ বিছানায় 
এক পথ শুয়ে ছিল
কত ডাকাডাকি, কত সাধা সাধি - 
চোখ পর্যন্ত খুলল না
মাতাল ছিল মনে হয়
সোনালী শরতে শুনেছি 
পথদের এমনটাই হয়।

দুবনা, ২০ অক্টোবর ২০২২ 

শীতের চিঠি

প্রকৃতির কাছে শীতের চিঠি এসেছে
গাছেরা পত্রপাঠ পত্র ত্যাগ করে 
দাঁড়িয়ে আছে রাস্তার দু'পাশে

আসবেন শীত রানী
তার বরণে ত্রুটি হলে কে জানে কি হয়
অজানার আগমনে বাতাসে ঘুরে বেড়ায় ভয় 

দুবনা, ২০ অক্টোবর ২০২২ 



বৃষ্টি

বৃষ্টির কান্নায় পথে জমে জল
স্বচ্ছ জলাশয় করে টলমল
সে জলে সাঁতার কাটে
শরতের গাছ
গাছ মেঘ সবই আছে
নেই শুধু মাছ
জলে ডুবে গাছেরা মিটিমিটি হাসে
শরতের মেঘেরাও সে জলেই ভাসে
গাছ পথ জল পাতা মিলে একাকার
শীত এই এলো পালা বিদায় নেবার।

দুবনা, ২০ অক্টোবর ২০২২ 


যুদ্ধ ও শান্তি  

বাতাসে যুদ্ধের গন্ধ 
বারুদের গন্ধ নেই 
চারিদিকে যুদ্ধের কথা 
শান্তির কথা নেই। 
মৃত্যু যেমন জীবনের
অবিচ্ছেদ্য অঙ্গ 
যুদ্ধের সাথী শান্তি আসে 
যুদ্ধ দিলে রণে ভঙ্গ 
 
দুবনা, ২০ অক্টোবর ২০২২

 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments