জ্বলদর্চি

ক্যুইজ-২০/ সাগর মাহাত

ক্যুইজ-২০/ সাগর মাহাত

১. 'সুনামি' শব্দের অর্থ—
সমুদ্রের কম্পন
বিশাল ঢেউ
বন্যা
শব্দ

২. অম্লবৃষ্টির pH হল—
6.8
7.0
10.0
5.0

৩. শব্দদূষণের কোন মাত্রাটি অস্বস্তি ঘটায়—
70db
80db
120db
140db

৪. সপ্তদেশ শতাব্দীর আতসবাজী উদ্ভাবনী দেশ—
ভারত
জাপান
চিন
ইংল্যান্ড

৫. বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করলে জরিমানা—
পাঁচ হাজার টাকা
দশ হাজার টাকা
পঁচিশ হাজার টাকা
তিরিশ হাজার টাকা

৬. সর্দার সরোবর প্রকল্পটি যে নদীর উপত্যকায় —
নর্মদা
দ্বারকেশ্বর
দামোদর
গঙ্গা

৭. এদের মধ্যে প্রাকৃতিক বিপর্যয় নয়—
বজ্রপাত
পারমানবিক বিস্ফোরণ
খরা
সবকটিই

৮. প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ—
দাবানল
খরা
বজ্রপাত
সবকটিই

৯. বাতাসে অতিরিক্ত হাইড্রোকার্বন নিঃসরণের জন্য দায়ী—
জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন
গাছ
জল
কলকারখানা স্থাপন

১০. 'Three Mile Island' কোন দেশে অবস্থিত—
ভারত
নেদারল্যান্ড
ইংল্যান্ড
জাপান

১১. বাস্তুতন্ত্রের মধ্যে কত ধরনের পিরামিড দেখা যায়—


১২. বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ—
একমুখী
দ্বিমুখী
ত্রিমুখী
বহুমুখী

১৩. নিম্মলিখিত কোন দেশটি সর্বাধিক বন্যাপ্রবণ—
ভারত
বাংলাদেশ
নেপাল
ভুটান

১৪. সালোকসংশ্লেষের সময় উদ্ভূত অক্সিজেন আসে—
জল
মাটি
বায়ু
আকাশ

১৫. সামাজিক শিক্ষার অন্যতম প্রধান উপাদান—
সংস্কৃতি
বায়ু
জল
মাটি


ক্যুইজ ১৯-এর উত্তর

১. লণ্ডন ২. ওয়াশীংটন ৩. লন্ডন ৪. হারাবে ৫. জিব্রাল্টার ৬. ইউরোপ ৭. সিডনী  ৮. লাসা  ৯. পঞ্জাব ১০. বৈকাল হ্রদ ১১. নরওয়ে ১২. গ্রীনল্যাণ্ড ১৩. গুরুশিখর ১৪. তামিলনাড়ু ১৫. টাইফুন


পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments