জ্বলদর্চি

ক্যুইজ-২১/ সাগর মাহাত


ক্যুইজ-২১/ সাগর মাহাত


১. পরিবেশের তিনটি R হল—
Reduce, Restrict, Recall
Reduce, Reuse, Recycle
Recau, Read, Register
Read, Real, Red

২. কোরাল রিফ দেখা যায়—
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
মহারাষ্ট্র
কর্ণাটক
হরিয়ানা

৩. সবুজ বিপ্লব কথাটি যুক্ত আছে—
রেশমচাষের সঙ্গে
মাছ চাষের সঙ্গে
কৃষিকাজের সঙ্গে
পাট চাষের সঙ্গে

৪. 'Social Justice and the City' গ্রন্থের রচয়িতা—
রেচেল কারসন
হার্ভে
ম্যালথাস
টমাস

৫. 'ডাউস' তৃণভূমি অবস্থিত—
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
আফ্রিকা
উত্তর আমেরিকা

৬. নিউজিল্যান্ডে অবস্থিত বিখ্যাত তৃণভূমির নাম—
ডাউস
ক্যান্টারবেরি
পম্পাস
সাভানা

৭. 'Biodiversity' শব্দটি প্রথম ব্যবহার করেছেন—
রোসেন
উইলসন
সুয়েস
গ্রিনেল

৮. 'মার্চ' গ্যাস বলা হয়—
CFC গ্যাসকে
মিথেন
অক্সিজেন
কার্বনডাই অক্সাইড

৯. 'নার্গিস' ঘুর্ণিঝড় হয়েছিল—
ভারত
বাংলাদেশ
জাপান
মায়ানমার

১০. কার্বনডাই অক্সাইডের পরিমাণ বাতাসে—
3%
0.3%
0.03%
0.5%

১১. 'Smoken City' বলা হয়—
সেন্টপির্টাসবাগকে
জাপানকে
পাটনাকে
কলকাতাকে

১২. জলপাইগুড়ির বিখ্যাত অভয়ারণ্য—
গরুমারা
বক্সা
জলদাপাড়া
সবকটি

১৩. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র—
হাইগ্রোমিটার
থার্মোমিটার
ব্যারোমিটার
ব্যাথোমিটার

১৪. 'মৌসুমি' শব্দটি প্রথম ব্যবহার করেন—
এডমন্ড হেলি
ডকুচেভ
টরিসন
কুভিয়ার

১৫. নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ—
সর্দার সরোবর প্রকল্পের বিরুদ্ধে
কুন্তি নদীতে বাঁধ নির্মাণ প্রকল্পে
গাছ কাটার বিরুদ্ধে
পরিবেশ সংরক্ষণ



ক্যুইজ ২০-এর উত্তর

১. বিশাল ঢেউ ২. ৭.৫ ৩. ৭০ ডি বি ৪. চিন ৫. ২৫০০০ ৬. নর্মদা ৭. সবকটি  ৮. সবকটি  ৯. জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন ১০. নেদারল্যাণ্ড ১১. ২ ১২. একমুখী ১৩. বাংলাদেশ ১৪. জল ১৫. সংস্কৃতি

 
পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments