জ্বলদর্চি

আজকের দিন (২৪ জুলাই) /রুম্পা প্রতিহার


আজকের  দিন (২৪ জুলাই) /রুম্পা প্রতিহার


আজ আন্তর্জাতিক স্ব-যত্ন দিবস। International Self- Care Day। আজ ২৪/৭ কে প্রতীকী তাৎপর্যে তুলে ধরে ( অর্থাৎ সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা) নিজের স্বাস্থ্য, নিজের যত্ন এবং ভালো থাকার গুরুত্বকে বিশ্বব্যাপী তুলে ধরে। 

আজ, কালীপ্রসন্ন  সিংহ -এর প্রয়াণ দিবস। 'হুতোম প্যাঁচা' নামে সাহিত্য  জগতে পরিচিতি। কথ্য ভাষায় লেখা 'হুতোম প্যাঁচার  নকশা' সেকালের বাঙালি মধ্যবিত্ত  সমাজের দর্পণ। গদ্যে লেখা  কালীসিংহীর মহাভারত তাঁর  সুমহান কীর্তি। গ্রন্থটি মহারাণী ভিক্টোরিয়াকে উৎসর্গীকৃত।

আজ, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। প্রকৃত  নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। অনাবিল হাসি, অকৃত্রিম চাহনি আর অভিনয়গুণে আজও বাঙালি তাঁর গুণমুগ্ধ।

আজ, অরুণাচল বসুর প্রয়াণ দিবস। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য-এর ঘনিষ্ঠ  বন্ধু ও সহযোগী এই কবি নানা পত্রপত্রিকায় কবিতা, ছড়া লিখেছেন। চিত্রশিল্পী হিসাবেও খ্যাতি ছিল।
🍂


আজ, সমাজ বিজ্ঞানী বিনয় ঘোষের প্রয়াণ দিবস। ভারতীয় গণনাট্য  সংঘের এই সদস্য একাধারে সাংবাদিক, সাহিত্যিক, সাহিত্য-সমালোচক, লোক-সংস্কৃতি গবেষক প্রমুখ বিষয়ে কৃতবিদ্য।'কালপেঁচা' ছদ্মনাম নিয়েছিলেন।

আজ, ফরাসী লেখক আলেকজান্দ্রে ডুমাস-এর জন্মদিন। The Three Musketeers,  The Man in the Iron Mask, The Count of Monte Cristo ইত্যাদি তাঁর বহুল পঠিত বইগুলি পৃথিবীর  বিভিন্ন  ভাষায় অনূদিত হয়েছে।

মনীষী কথন: মন যখন রাজত্ব করে তখন সে আপনার  সুখ আপনি  সৃষ্টি  করিতে পারে, কিন্তু ধন যখন সুখ- সঞ্চয়ের ভার নেয় তখন মনের আর কাজ থাকে না।(রবীন্দ্রনাথ ঠাকুর)

Post a Comment

0 Comments