জ্বলদর্চি

কয়েকটি রম্য কবিতা /শুভশ্রী রায়

কয়েকটি রম্য কবিতা
শুভশ্রী রায়


ক্ষীর-খাবার 

পুষি আমার সোনা, করছ তুমি কী?
বিরক্ত কোরো না, মন দিয়ে পড়ছি।
পড়ো তাহলে, আমি কাজকর্ম করি
চাপ বেড়েছে, তাই  অ্যাত্তো পড়া করি।
তাহলে এখন খাবে না বুঝি ক্ষীর?
কী বললে মাম্মা, প্লিজ বলো ফির!
বানিয়েছি ঘন ক্ষীর, চাই না তোমার?
কী যে বলো, জিভ জানো না আমার!
জানি বলেই কষ্ট করে এ সব যোগাড়
মাগো, দু'জন মিলে খাব ক্ষীর-খাবার।



সমব্যথী পুষি

ওরে পুষি-বিল্লি, তুই করেছিস কী?
দেখো না মা, কত বড় মাছ এনেছি!
ওরে পুষি কোথায় টাকা পেলি তুই?
বলছি মা, তোমায় কিচ্ছু কী লুকোই?
ভয় নেই, চুরি করিনি আমি বড় মীন
তোমার পুষি কী হতে পারে অত হীন?

একটা বাড়ীতে মেরেছি ইঁদুর একশো
খুশী হয়ে তারা দুশো টাকা দিল গো,
গুনে গুনে টাকা ট্যাঁকে ভরেছি আমি
যেমন তাদের অর্থ, আমার শ্রমও দামী।
তারপরে মনে হল, একটু বাজার যাই
কতটুকু ভালোমন্দ আমরা এখন খাই?
ভাবলাম দরদাম করে কিনে নিই মাছ
বড় দেখে, মা-মেয়ে মিলে খাব আজ।

সোনা বিল্লি , তুই আসলে এত সমঝদার!
বলি না তবু জানিস, কষ্টে চলছে সংসার 
সোনা, চোখে জল এস গেল রে আমার,
চোখ মোছো, মেয়ে বোঝে অভাব তোমার।


ভান্ড কান্ড 

কালকে পূর্ণিমায় কারা যেন করেছে এক কান্ড
ছাদে রেখে ভুলে গিয়েছে জ্যোৎস্না ভরা ভান্ড!
সেই ভাঁড় নিয়েই চলছে এখন তুমুল কাড়াকাড়ি
মুখার্জিদা বলেন, "আমার", সেনবাবু বলেন তাঁরই।
ফয়সালা হয় না দেখে কেউ পুলিস ডাকতে যাবে
নেতা বললেন, পুলিস এলেই বা কে কী পাবে?
এই দেখ, জ্যোৎস্নাটুকু শুষে নিয়েছে সূর্য রাজা
যার জিনিস তার কাছেই ফেরত গেছে সোজা
নামবে আজ রাতে নতুন করে চন্দ্রকিরণ হয়ে;
ছাদের ওপর চাঁদের মায়া শত ধারায় যাবে বয়ে।
তাই বলি, কষ্ট করে যাঁরা কৌমুদী করেন জমা,
ঘরে তুলবেন, নয়তো সূর্যদেব করবে না তো ক্ষমা।
শুষে নেবেই নিজের আলো, আত্মীকরণ করবে
মাঝখান থেকে, অবুঝ মানুষ ঝগড়া করে মরবে।


ইচ্ছে-বাড়ী এসো

খটখটে রাস্তা দিয়ে যাচ্ছেন এক সুশিক্ষিত মাছ
গমগমে এক অফিসে করেন আজকাল কাজ।
উড়ে উড়ে স্কুলে পড়াতে চললেন গুরু প্রজাপতি
লেখাপড়া ভালো শেখান, করেন পড়ুয়াদের গতি!
বনবন করে দেশভ্রমণ করছে বুঝদার খরগোশ
দূর রাজ্যের মাটি-জল-হাওয়ায় পায় সে সন্তোষ,
সাদা পোষাক পরে ক্রিকেট খেলছে সবুজ টিয়া
তার ব্যাট-বল করা আমি দেখছি যে মন দিয়া!
এ সব আজগুবি ভেবে যাদের হচ্ছে না বিশ্বাস
চলে এসো তাড়াতাড়ি, যেখানে বহু দিনের বাস,
আমার ইচ্ছে-বাড়ী খুঁজো হওয়া, না-হওয়ার মাঝে
এখান থেকেই দেখে নেবে, নয় গো কথা বাজে!

পেজে লাইক দিন👇

Post a Comment

0 Comments