জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /বিমল মণ্ডল

গুচ্ছ কবিতা 
বিমল মণ্ডল 


রেখা

দরজার বাইরে একটা রেখা টানলাম
তারপর রেখা পেরিয়ে  ঢুকে পড়লাম 
সরাসরি ঘরের ভেতর... 
কী আশ্চর্য —
ভেতরে কেবলই প্রেম মাখামাখি 
একবিন্দু স্নেহ নেই।

স্নেহের জন্য কেঁদে উঠলো মন
কঠিন হৃদয়ে সরিয়ে দিলে তুমি
কান্না ভেঙে ভিজে গেল মেঝে 
অবশেষে তোমার চোখে জল
প্রেমের কাহিনি নেমে এল চোখ ভরে। 


রেখা পেরোলে স্নেহ হারাই
কেবলই  সান্ত্বনা দিই 
মলিন ও বিষণ্ণ জীবনে...


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

চেহারা 

যে মানুষগুলো হেঁটে যাচ্ছে
যে মানুষগুলো পরিচয় করছে
তাদের চেহারা   দেখে মনে হয় 
কত আপনজন... 

অথচ রাত না যেতে যেতে 
ভালোমানুষের ভাঁজে
বিকৃতি চেহারার   রূপ  ফুটে ওঠে 
আবার তারাই কত মানুষের 
হৃদয়ে বাসা বেঁধে থাকে...


একজন প্রতিশ্রুতি নাগরিকের কবিতা 

খুব কাছ থেকে লোকটিকে  চিনেছি—
তার ব্যক্তিগত স্মৃতি সমুদ্রে ভেসে যাওয়া 
জীবন ইতিহাসে
জীবনসঙ্গীকে হারানোর যন্ত্রণার কথা 
এসব কিছু ভুলে নতুন করে  সুতোয় বেঁধেছিল
সম্পর্কের রঙিন মোড়ক 
কিংবা 
অন্ধকারে আবেগে ভেসে যাওয়া  মায়া প্রতিশ্রুতি 
তার ঠিকানা তুলে দেয় হাতে।

রাত পোহাতেই  ভুলে যায় 
অতীত প্রতিশ্রুতি 

এ রকম একজন  প্রতিশ্রুতি নাগরিকের 
সাথেই  অনেকেই পরিচিত। 


কারসাজি 

অতিকথনের শাখা জোছনায় ভিজিয়ে রাখি
ভোরের কুয়াশায় পথ হারাই বিবাদে

সারা রাতের কষ্টগুলো  ছড়িয়ে ছড়িয়ে যাই 
ভেজা চোখের জল

অতীত বন্দী  স্মৃতি হৃদয়ে 
কেউ যেন নিয়ে যায় সেই মন

ভালোবাসার  মাঝে এতো কারসাজি 
তবুও পরীক্ষা চিরন্তন।

Post a Comment

1 Comments

  1. খুব ভালো লাগলো।

    ReplyDelete