জ্বলদর্চি

পার্থ সারথি চক্রবর্তী ও গৌতম বাড়ই-র কবিতা

নদীর কাছে পাঠ
পার্থ সারথি চক্রবর্তী 

ঢেউ গুনছি পাড়ে বসে-
সেই অনন্তকাল থেকে।
কিভাবে একটি বিন্দু অবলীলায় 
ছড়িয়ে যাচ্ছে পরিধিজুড়ে 
     এক আশ্চর্য বৃত্তাকারে!
সবশেষে মিলিয়ে যাচ্ছে 
এক অদৃশ্য মোহমায়ায়।

ঢেউ প্রতিনিয়ত উঠছে 
বিশ্ব ব্রহ্মাণ্ডজুড়ে-
হৃদয়ের সব প্রান্তে
তবে মিলিয়ে যাচ্ছে না 
অতটা সহজে বা অনায়াসে।

আবার ভাবছি নদীর পাড়েই
বসি গিয়ে একান্তে-
শিখে নিই আত্মস্থ করার বিদ্যা,
সহনশীলতার পাঠ নিই একাগ্রচিত্তে।


জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇




সন্ধ্যাতারা
গৌতম বাড়ই 

স্বপ্নে দেখেছিলাম, 
মৃত্যু ঘটেছিল সন্ধে তারাটির ।
তার সারামুখে লেগে আছে সাদাপালক, 
আদিনাথ সুউচ্চ চূড়ায় দাঁড়িয়ে আছে
দুহাতে জড়িয়ে এখনও সফেদ রাজহাঁস।

নিষ্পাপ গোলাপের শুকনো পাপড়ি 
এখনও তার নিথর ঠোঁট ছুঁয়ে আছে,  
যে প্রেম এঁকেছিল তার বুকের গভীরে, 
বড় পবিত্র আস্ফালন! 
চিরসত্য হয়ে রয় বুঝি শ্যাওলাসবুজে 
খোলা ছাদের বসন্ত কার্নিশে।
আদিনাথ এখনও সন্ধে তারাটির 
আসমানি বুকে হংসের সাদাপালক 
ওড়াচ্ছে আর ওড়াচ্ছে--

Post a Comment

2 Comments