জ্বলদর্চি

কৃষ্ণা গায়েন ও অরিজিৎ ভট্টাচার্য-র কবিতা


জীবন যুদ্ধ
কৃষ্ণা গায়েন

দেখলে যখন প্রথম চোখে আলো;তখন থেকেই জীবন যুদ্ধ শুরু। 
শস্য বাতাস বিষের গন্ধ মাখা
জলের ধারা শুকিয়ে হল মরু। 
জীবন পথে পা ফেলেছ তুমি
দেশের মাঝে অচেনা এক ভূমি;শোষণ আর দূর্নীতির ভীড় পৃথিবীটাই এখন নষ্টনীড়। পথে ই তুমি পা ফেলেছ একা, যুদ্ধ শেষের ক্লান্ত জীবন কথা-
হেমন্তের এই ধূসর আকাশেতে, উঠল হেসে অনন্ত এক দুখে। 
শেষপর্বে বৃদ্ধ পিতামহ শরশয্যায় আছেন অপেক্ষায়
উত্তরায়ণ ;ঘুরছে পৃথিবীটা
ধীরে ধীরে বিষন্ন সন্ধায়।

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇


জ্বলদর্চি তিরিশ পেরিয়ে... 

কাটাকুটি
অরিজিৎ ভট্টাচার্য্য 

এসো বসো 
চলো কাটাকুটি খেলি
ঘিরে থাক সকলে সকলকে
আমি শুধু কলঙ্কবহ্নি
          স্পর্শে থাকি
নিজের রক্তলিখন কাটাকুটি
তোমায় ছুঁতে পাওয়ার বাহানা।



Post a Comment

0 Comments