গুচ্ছ কবিতা ৩
অমিতাভ সরকার
প্রভাত-সূর্য
ভোরের আলোয় মনের ফেরা
অন্ধকারের শেষে
স্মৃতির সুবাস বাতাস ঘেরা
দুঃখবোধের দেশে।
প্রদীপন
জানলা দিয়ে রোদ ঢোকে মন
আকাশ ঘরের আলো
দূরে হয়ে চায় কষ্টবিধুর
একলা ক্ষণের কালো।
চরৈবেতি
সবুজ আশায় দিনের ফোটা
আবার চলা, কাজের তাড়া,
আভাস সূর্য, নূতন দিশা
পথের দেখায় নিবিড় সাড়া।
অলক্ষ্য
মা-ই জীবন, অস্তবেলা
কষ্ট গভীর পায়
আমরা সবাই ভীষণ অবুঝ
সুখের এই বাসায়।
রামকৃষ্ণ
অপেক্ষা সে চলেই থাকার
অনন্ত, ঋণ, পথ
কখন আসে পরম পাওয়া,
সাধনা, অভিমত।
ফেরারি
ভালোবাসা গাড়ি রোদ
এ মন আজ দোকানে
না পাওয়ারা ফেরি করে
ভাবনার সোপানে।
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
সাধ্য ও সাধক
কবি তার কবিতায়
জ্বলে পুড়ে প্রাণ পায়,
দুঃখ বেঁচেই হাসে
ভুখাসুখ, সু, ক্ষমায়।
ফেরা
ইলিশ মনের সবুজ বাতাস
স্বতন্ত্র সুঘ্রাণ
ছোট্ট বেলা ফিরে পাওয়া
বাংলা মায়ের টান।
শিল্পী এবং শিল্প
হাতের টানে মনের আঁচড়
সব সে কি হয় সত্যি
আসল যেটা সময় ভুলে
ভুল করে হয় মূর্তি।
বই মেলা
শহর জুড়ে শীত নেমেছে
সংক্রমণের ভিড়,
ছবির লড়াই দোকানদারি
কবিজন অস্থির।
2 Comments
সব কবিতাই খুব সুন্দর হয়েছে
ReplyDeleteভালো লাগলো।
ReplyDelete