প্রয়োজন আছে তাই
সুব্রত দাস
বৃষ্টি এসে ভিজিয়ে গেলে
বেশ একটা শীত শীত অনুভব হয়
তখন শরীর ওম খোঁজে, যেমন
ক্ষুধায় খাদ্য তৃষ্ণায় জল,
আবার তোমার আদরে যখন
সমস্ত ওম ঘাম হয়ে ঝরে যায়
তখন তৃপ্তির ঘুম নেমে আসে চোখে।
আমাদের শরীর আমাদের মন
কেমন যেন এক অদ্ভুত বাঁধনে তৈরি
এ বাঁধনের এদিক ওদিক হলেই
অনুভূতিগুলো সজাগ হয়ে পড়ে,
এই বোধ শক্তির জন্যই আমরা
লড়াই করে যাই...
খুঁজতে থাকি বেঁচে থাকার রসদ,
চাওয়া আর পাওয়া এইতো জীবনবোধ।
বৃষ্টিতে ভেজার পর যেমন ওমের-
তেমনি শরীরের জন্য একটা
সঠিক ছাওয়ার খুব প্রয়োজন।।
জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇
জটিল-স্বপ্ন
শুভজিৎ মুখার্জী
জীবন একটা বিশেষ লতায় জড়ানো --
নাম তার জেনো, 'জটি-লতা' !
আঙ্গন সেথায় মিথ্যে আশায় ভরানো --
আজীবন ধরে, ঘটিলো তা'।
যে যেই হোক, পরিশেষে লভিবে মরণ !
বিধিলিপি -- খন্ডিবে কে তা ?
চাও বা না চাও, করিতে হইবে বরণ ;
শুধু বেঁচে থাকাই -- 'সত্যতা' !
তাই লোভ হয়, যে কদিন বহে শ্বাস --
মম মন-কোণে, যে বারতা !
বুঝিবে ও বোঝাবে, দিবে তার আশ্বাস ;
কখোনো যদি, দিতে পারো তা !
0 Comments