জ্বলদর্চি

ক্যুইজ-৩৯/ সাগর মাহাত

ক্যুইজ-৩৯/ সাগর মাহাত

১. আন্তজার্তিক শিক্ষাদিবস পালিত হয়—
১৯ এপ্রিল
১৫ মার্চ
১৮ সেপ্টেম্বর
২৪ জানুয়ারি

২. বিশ্ব হিন্দি দিবস পালিত হয়—
১০ জানুয়ারি
৪ ফেব্রুয়ারি
২৫ ডিসেম্বর
১৮ এপ্রিল

৩. কোন উৎপাদনে দেশকে স্বনির্ভর করার জন্য সরকার তিনহান মিশন চালু করে—
তৈলবীজ
গম
ধান
তুলো

৪. যে রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা চালু করে—
হরিয়ানা
ওড়িশা
পশ্চিমবঙ্গ
আসাম

৫. 'আঙ্গনযোগ হুনরা' চালু হয় যে রাজ্যে—
গোয়া
মনিপুর
আসাম
বিহার

৬. 'মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা' চালু করেছে যে রাজ্য সরকার—
উত্তরপ্রদেশ
হরিয়ানা
আসাম
উত্তরাখণ্ড

৭. সারাদেশে যে মন্ত্রক দ্বারা গঠিত হয় হুনার হাট—
স্বরাষ্ট্র মন্ত্রক
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
শ্রম মন্ত্রক
অর্থ মন্ত্রক

৮. Santnsht পোর্টাল চালু করেছে যে মন্ত্রণালয়—
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
অর্থ মন্ত্রক
বস্ত্র মন্ত্রক
কর্মসংস্থান মন্ত্রক


৯. কলকাতা পুলিশ স্কুল কলেজের মেয়েদের আত্মরক্ষার জন্য যে প্রশিক্ষণ চালু করেছে—
সুকন্যা
দেবী
লাইক
অভিনব


১০. উত্তরপ্রদেশ মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য চালু হওয়া হেল্পলাইন পরিসেবাটির নাম—
দামিনী
শক্তি
দেবী
কন্যা


১১. ২৫ টাকায় ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করবার জন্য যে রাজ্য সরকার ১০০০ টি কুসুমশ্রী হোটেল স্থাপন করবে—
পশ্চিমবঙ্গ
কেরালা
আসাম
হরিয়ানা

১২. ময়ুরনৃত্য লোকনৃত্যটি হল—
উত্তরপ্রদেশ
দিল্লি
গোয়া
মধ্যপ্রদেশ

১৩. CSIR এর সভাপতি —^
প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী
অর্থমন্ত্রী

১৪. কলিঙ্গ স্টেডিয়ামটি যে রাজ্যে—
উড়িষ্যা
উত্তরাখণ্ড
আসাম
বিহার


১৫. NTCA  সভাপতির নাম—
প্রকাশ জাভাদেকার
নরেন্দ্র দামোদার দাস মোদী
রামনাথ কোবিন্দ
মমতা বন্দ্যোপাধ্যায়

ক্যুইজ ৩৮-এর উত্তর
১. climati action
২. ৪ ফেব্রুয়ারি
৩. ৩০ জানুয়ারি
৪. ২৩ জুন
৫. ২৫ জানুয়ারি
৬. ৩০ জানুয়ারি
৭. ৩০ জানুয়ারি
৮. ১০ মে
৯. ৫ এপ্রিল
১০. ৩১ মে
১১. ৪ জানুয়ারি
১২. zero malaria starts with me
১৩. ২৩ জুন
১৪. ৭ মে
১৫. ৫ এপ্রিল

জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



Post a Comment

0 Comments