জ্বলদর্চি

গুচ্ছ কবিতা /অমিত কুমার রায়

গুচ্ছ কবিতা 
অমিত কুমার রায়

সূর্য তখন 

উদ্বোধন- এর প্রতি পাতায় জ্ঞানের আলো,
বিবেক সরোবরে ফোটে চেতনার শতদল;
দিগন্ত রেখায় স্বর্ণালী শোভা 
মন পাখি গায়-- রামকৃষ্ণ বল্।

যখন মুদি উদ্বোধনের পাতা 
চলতে থাকি পথের ধারে ধারে,
পিছন থেকে কারা যেন ডাকে 
মা সারদা বাজে মনের তারে।

যখন তাকে তুলতে হলো বই,
সময় অল্প মনে নেই আনন্দ ;
সংসারেতে সদাই ডুবে রই,
"ওঠো জাগো" ডাকছে বিবেকানন্দ।

মনকে যদি আপন বশে নিয়ে 
ত‍্যজতে পারি মনের যতো কালো,
সূর্য তখন মেঘের বেড়া ভেঙে 
বেরিয়ে এসে দেবেই দেবে আলো।


সাধ- সাধ‍্য

বেড়াবার সেই সময় সুযোগ কই?
 টানছি ঘানি টানছি জোয়াল মই!
বড়জোর ওই দক্ষিণেশ্বর বেলুড়মঠে,
কামারপুকুর জয়রামবাটী রই।

সেও আবার কোভিড আসার আগে!
নতুন করে ভাবতে আবার হবে, 
ঘাড় চোখেরা জ্বালায় বেজায় দড়ো
ফসকে যাবো হয় তো কোথায় কবে!

সাধ‍্য সাধের টানাপোড়েন রথে 
গড়ায় চাকা ঘর্ষণেতে পথে,
স্রোতের টানে দুহাত দিয়ে 
আঁকড়ে ধরে থাকা,
চলছি ভেসে বিপরীতের স্রোতে।



জ্বলদর্চি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। 👇



ইঁট

ইটের উপর নিচে সিমেন্ট বালির প্রাচির।
ইটের উপর ইটকে গেঁথে আকাশ ছোঁয়ার নেশা।
অহঙ্কারের আস্ত খাড়া জিরাফ অট্টালিকা,
অলোক থেকে হাসছে কিরণ- রেখা এষা।

মনগুলো আজ কংক্রিটেরই জঙ্গল,
দুই দিকেতেই ঘোড়ার আস্তাবল!
অ- মূল্যের এক নতুন ওঠে হ্রেষা।

পাশাপাশি টপকে যাবার খেলা।
দিগন্তে আজ তীব্র অমানিশা
অহঙ্কার আজ হুঙ্কার যন্ত্র- মনের পেশা।


স্পষ্ট 

যুগটা চলছে দলাদলির স্তরে 
ঠোঁটরা যদি নড়ে ওঠে তোমার 
পেঁদিয়ে তোমায় করে দেবে লাট
দুটো কথা বলতে যদি পারো
মেরে দুকান লাল করবে আরো 
বলবে তোমায় বকিস কেনো ভাট

এখন চলার ছন্দ যাচ্ছে বদলে
বাঁদিক ঘেঁষে চলো যতই করে 
ধাক্কা তোমায় খেতেই হতে পারে 
ডানদিকেতে চলার মটিভ বাড়ে
ধাক্কা তোমার ভাঙতে পারে হাড়ে 
অক্কা টাও ছক্কা হাঁকিয়ে মারে।

গোঁতাগুতির যুগ নাকি হায় এটা 
সবাই এখন সবারই কেউকেটা
ওপর দাদায় ফোন করে বুক বাজায়
তোমার রক্ত চুষেই হাঁকায় গাড়ি 
শিষ্যদের নিঃস্ব করে বিলাসবহুল বাড়ি 
পরিবর্তন দেখে দেখে বড়ই লজ্জা পায়।


নতুন বছর 

নতুন বছর কেমন চোখে দেখি
গণেশ পুজো দিব্ব সারা বছর 

মনটা মনে করছে খচরখচর
আগের বছর এমনই তো ঢেঁকি।

খুন ধর্ষণ ধর্ণা পথের দাবী 
কার হাতে সে আছে দ্বীন চাবি,
সত্যি করে নতুন বছর আসবে ফিরে 
খেরোর খাতার নতুন গন্ধ পাবি।

কাজের ছবি ক‍্যানভাসেতে আঁকা 
চাকরি বাকরি কর্মক্ষেত্রে পাকা 
অকাল পক্ক শিক্ষা যাবে দূরে 
পাকাপাকি নতুন বছর ছাঁকা।

বৃদ্ধ বছর নতুন রূপে জন্মে
দুহাত বাড়িয়ে জানাবে স্বাগত,
অনাগত দিনের স্বপ্ন উদ্বোধনে
নতুন বছর থাকবে সদা জাগ্রত।






Post a Comment

1 Comments