বহুরূপী
সৌমেন রায়
বাড়ির কর্ম সহায়িকা ছবি মাসির সঙ্গে মাধুরীর সম্পর্কটা মধুর না হলেও অম্ল মধুর। কখনো বরফের মতো শীতল আবার কখনো বরফ গলে করুণা ধারা। টাকা অগ্রিম নেওয়া মাসির অনিবার্য অভ্যাস, সেটাই মাধুরীর বিরক্তির সবচেয়ে বড় কারণ। ছবিমাসিই একবার একটা হারানো সোনার দুল খুঁজে দিয়েছিল খাটের নিচ থেকে। শাড়ির ভাঁজে নিয়েও নিতে পারত,নেয়নি। সেই থেকে মাসির প্রতি মাধুরীর একটা দুর্বলতাও তৈরি হয়েছে।
সেদিন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বাইরে থেকে এসে রূপম বারান্দায় রেনকোটটা রাখতে যেতেই চমকে উঠল ছবি মাসি। চিমনি পরিষ্কারের জন্য রাখা কেরোসিন তেলের বোতলটা পেট কাপড়ে লুকোতে গিয়ে ফ্যাকাসে মুখে বলল 'ভেজা কাঠে উনুন ধরাতে খুব কষ্ট হয় বাবা।'
0 Comments