জ্বলদর্চি

স্বপ্ন /মনোজিৎ বেরা

ছোট গল্প 
স্বপ্ন

মনোজিৎ বেরা

ভালো নাম ঋষি,ঋষি সেনাপতি।   পাড়ায় সকলে ডাকে বীর বলে। এই বিশেষ নামে ডাকার কারণ ও ছোট থেকেই প্রতিবাদী। অন্যায় দেখলে তার প্রতিবাদী সত্তা জেগে ওঠে। জেগে ওঠে তার প্রতিবাদী আগুনের লেলিহান শিখা। বাবা সামান্য ভাগ চাষী মা ছোট বেলায় মারা গেছেন তাই ছোট বীর মায়ের স্নেহ কখনো পায়নি। পড়াশুনায় ভালো হলেও পারিবারিক প্রতিবন্ধকতায় তা কষ্টসাধ্য হয়ে উঠেছে ক্রমশ।  তার বাড়ির কাজের পাশাপাশি শারীরিক কসরত ছিল তার প্রাত্যহিক জীবনের অঙ্গ। অভাবের সংসারে বেড়ে উঠতে থাকে সকলের বীর। অভাব নিত্য দিনের সঙ্গী হোলেও অসঙ্গতিমুলক আচনরের  শিকার হয়নি সে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে সে পড়া থেকে বিরত থাকে পরে কাজে যোগ দেয়। চট কলে কাজ নেয় সে শ্রমিক বিভাগে। তখন বেতন ছিল ২ টাকা প্রতি মাসে এখন ১৪ তে এসে দাঁড়িয়েছে। এমনি সময়ে ঘটলো এক বিপত্তি। একদিন চক্রান্তের শিকার হয় সে..
ঘটনা টা এমনি ছিল বীরের উপর।  কলের কাঁচা মাল চুরির অভিযোগ আনা হয়, আর এই চক্রান্তে ফাঁসিয়েছে তার সহকর্মীরাই, কারণ তারা তাদের অবৈধ ব্যাবসা চালাতে পারছিলনা স্পষ্টবাদী বীরের জন্য। এই অপমানের বোঝা আর বিবেকের দংশন তাকে কুরে কুরে খাচ্ছিল। তার বৃদ্ধ বাবার কর্ম ক্ষমতা ক্রমশ কমে গিয়েছে এখন। পুরো সংসারের দায়িত্ব এখন তার কাঁধে।  অর্থাভাবে ঘরে খাদ্য সংকট। মেগে যেচে চলছে তাদের দিনকাল। এমনি একদিন রাতে তার ভাগের শুকনো মুড়ি বাবাকে দিয়েছে খেতে কারণ যে টুকু মুড়ি ছিল সেটা এক জনেরি হবে। খিদায় জল পান করে শুয়ে পড়ে সে..
🍂

চারি দিকে গোলাবারুদের শব্দ, সারি সারি মৃত সৈনিক দের লাশ। রক্ত ভিজিয়েছে মাটি কে। তুমুল লড়াই দুই পক্ষের মধ্যে জঙ্গি বনাম ভারতীয় সেনার লড়াই।  বীর ও তখন ভারতীয় সেনা হাতে  গুলি ভরা বন্ধুক। মুহুর্মুহু গুলি চলছে সেই যুদ্ধে সামনে এগিয়ে চলেছে বাহিনীর সাথে বীর। বিপক্ষের গুলিতে আহত হয়েছে বেশ কিছু জোয়ান নিহতও হয়েছেন বেশ কয়েক।  তাদের এই রক্তের প্রতিশোধ নিতে আরো বেশি আগ্রাসী হলো বীর। এমনি সময়ে গুলি এসে লাগে বীরের বাম পাঁজরে। কিছুক্ষনের মধ্যেই লুটিয়ে পড়েগেল  লড়াকু বীর কানে তখনো গুলির শব্দ আসছে , আসছে মুহুর্মুহু বারুদের গন্ধ। কয়েক মুহূর্ত পর সোনা গেল সেই জয়গান, সেই জয়ধ্বনি "জয় ভারত মাতার জয়,  জয় ভারত মাতার জয়"। তার পর কি হলো সে আর জানে না। এমনি সময়ে সূর্যের আলো এসে পড়েছে তার মুখের উপর, পাখিদের কিচিরমিচির কুজনে আচমকাই উঠে বসে বীর, আমাদের ঋষি। সে বুঝলো এটা স্বপ্ন ছিল সত্যি নয়। বাস্তবে না হলেও তার দেশের জন্য কিছু করার ইচ্ছে পূরণ হলো স্বপ্নে। তাই তার মনের মণিকোঠায় ঠাঁই করে নিল এই রোমাঞ্চ স্বপ্নখানি।
🍁
বাড়িতে বসেই রেজি.ডাক মাধ্যমে জ্বলদর্চির বিশেষ সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন। যোগাযোগ  হোয়াটসঅ্যাপ - ৯৭৩২৫৩৪৪৮৪

Post a Comment

0 Comments