জ্বলদর্চি

আস্তে /ভাস্করব্রত পতি

বাংলা প্যারোডি কবিতা, পর্ব -- ৪০
আস্তে
ভাস্করব্রত পতি

মনে হোক যত রাগ ধারালো --
নিজেকে সামলে রেখো বন্ধু! 
ক্ষোভ আর দ্বেষ হোক ভারালো
আস্তে গুটিয়ে থেকো, বন্ধু! 
চকচকে ছুরির ঐ ফালিটি
তুমি তো নাহি ভালোবাসতে, 
সেই ছুরি আজ যদি হাসে তো
নিজের গতিটা করো আস্তে! 
হিংসা ও লোভে ভরা দুনিয়া
অবিশ্বাসেতে পুরো পূর্ণ, 
নেতায় নেতায় ঠোকাঠুকিতে
দেশ আজ চূর্ণ বিচূর্ণ! 
আমাদের এই সেই পৃথিবী
ভরেছে অজ্ঞান সমুদ্রে
প্রতিবাদীর স্থান হবে মাটিতে, 
রক্তলোলুপরা উঠবে ঊর্ধ্বে! 
কালোমেঘ চারিদিক ঘনায়ে
সাবধানে পা ফেলো, বন্ধু! 
শুধু মনটাকে রেখো রোজ শানায়ে, 
'জোশ'টাকে আস্তে ছেড়ো, বন্ধু! 

কাস্তে
দীনেশ দাস

বেয়নেট হোক যত ধারালো —
কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!
শেল আর বম হোক ভারালো
কাস্তেটা শান দিয়ো, বন্ধু।
নতুন চাঁদের বাঁকা ফালিটি
তুমি বুঝি খুব ভালোবাসতে?
চাঁদের শতক আজ নহে তো
এ যুগের চাঁদ হ’লো কাস্তে!
ইস্পাতে কামানেতে দুনিয়া
কাল যারা করেছিল পূর্ণ,
কামানে কামানে ঠোকাঠুকিতে
আজ তারা চূর্ণবিচূর্ণ 
চূর্ণ এ লৌহের পৃথিবী
তোমাদের রক্ত সমুদ্রে
গ’লে পরিণত হয় মাটিতে,
মাটির — মাটির যুগ ঊর্ধ্বে!
দিগন্তে মৃত্তিকা ঘনায়ে
আসে ওই! চেয়ে দ্যাখো বন্ধু!
কাস্তেটা রেখেছো কি শানায়ে
এ মাটির কাস্তেটা, বন্ধু!
🍂

Post a Comment

0 Comments