জ্বলদর্চি

গুচ্ছ কবিতা-১৭ / শুভশ্রী রায়

গুচ্ছ কবিতা-১৭ 
শুভশ্রী রায়


আক্ষরিক আবাদ

একেকটা শব্দের গা ঘেঁষে একেকটা আকাশ
অক্ষর প্রতি নতুন পৃথিবীর উজ্জ্বল ঠিকানা,
তুমি আমি নীলস্য নীল আকাশ ও ধরার অঙ্গ
শুধু অক্ষরজগতের দিকে এগোতে চাই জানা।

মনীষা কথা বলে অক্ষরের মাধ্যমে, শব্দের পথে,
অক্ষর-শব্দ-বাক্য-স্তবক-যতি আশ্চর্য মিলেমিশে
আজ থেকে নয়, নতুনকে ডেকে আনে চিরকাল;
আক্ষরিক পৃথিবীকে তাই আবাদ করি আশ্লেষে।


জলচক্র

জীবনের ভেলায় চড়ে মৃত্যুর দিকে পাড়ি -
জলযাত্রায় চোখে পড়ে ছোটবড় দ্বীপ,
সবুজজীবনে ভরপুর,
এই সরসতা, এমন গাঢ় মায়ার মৃত্যু নেই কোনও;

এক সময়ে দৃষ্টির ওপর শেষ পর্দা নেমে আসবে, জানি,
তারপরে পুঞ্জীভূত অপেক্ষা-
কোনও দম্পতির আবেগী সঙ্গমের পরে
নতুন গর্ভজলে সুরক্ষিত সাঁতার ;
জীবন তোমার অমোঘ বহমানতা থেকে চাই না নিস্তার।
🍂

অঘটন

অজস্র মৃত্যুর পরেও তাকে ভালোবেসেছিলাম,
সম্ভবত আমি অভিশপ্ত বলেই
এমন অঘটন।

তাকে অসংখ্যবার ভালোবাসার পরেও
আমি মরে গিয়েছিলাম প্রতিঘাতে,
খুব সম্ভবত কিছু আশীর্বাদ আছে আমার ওপরে।


অফুরন্ত ঠিকানায়

রোদে আরামের চেয়ে বেশি ঝিম,
দুপুর যখন নিজের ছায়ায় জিরিয়ে নেয়,
নির্জনতা নিয়ে আসে ঘোর,
পারাবতের বৈরাগী ডাকে সে ঘোর তীব্র,
মুচড়ে ওঠে বুক, হাড়পাঁজরা নিঃস্ব।

আমার ভেতর থেকে পায়রা উড়ে যায়
রহস্যময় ধূসরে,
পৃথিবী যেখানে শেষ আর বৃহত্তর ঠিকানার শুরু,
সেইখানে মিশে যায় পায়রা, দৃষ্টি ও ভেতরের শ্বাস;
আমি ফুরিয়ে যাই,
আমার ভেতর থেকে কেউ অসীম হয়ে যায়।

Post a Comment

0 Comments