রাখহরি পাল ও তড়িৎ ভট্টাচার্য-র কবিতা
জবানবন্দি
রাখহরি পাল
নিজের সাথে গল্পে কেমন বেরিয়ে পড়ে ফাটল
নগ্ন পায়ে কোথায় কখন মাড়িয়ে গেছি গোলাপ
খুনের চেয়েও প্ররোচনা ধার মেপে নেয় জিভে
বুকের মাঝে লুকিয়ে রেখে করতে গেছি আলাপ।
গাঁট ছড়াতে মিথ্যে চাবি হাত-কড়া দাগ সীতা
কার চিবুকে দোলের আবীর কপাল পোড়া ছাই
কাঁধের উপর ভার দিয়ে হেড গোল করেছি একা
ন্যায় অন্যায় গোপন রেখে নদির খেয়া বাই।
বাম অলিন্দে দাঁড়িয়ে থেকে চোখ বাঁধা এক পরী
এ সব কথার ওজন মাপে অনুভূমিক রেখায়
কোনটি সোজা কোনটি বাঁকা কোনটি অন্ধ গলি
ধুনির আগুন জাগিয়ে রেখে জ্যান্ত শরীর পোড়ায়।
🍂
অবকাশ ও তুমি
তড়িৎ ভট্টাচার্য
আমি একা একা বসে লিখেছি অনেক গান
লিখেছি তোমার কথা,
কত সুমধুর স্মৃতিভরা দিন আর
কত কত ছোট ব্যথা।
কথার পরেতে কথা দিয়ে আমি
এঁকেছি কত যে ছবি,
কত সুন্দর ভোরের আকাশ
দিন শেষে অস্ত রবি।
সবকিছু জুড়ে তুমিই তো ছিলে
ছিলে তুমি সাথে গাঁথা,
আমি একা একা বসে লিখেছি অনেক গান
লিখেছি তোমার কথা।
আজ মনে হয় জীবনটা বড় ছোট
বড় আগে তুমি চলে গেলে সব ফেলে-
থাকলে হয়তো আরও কিছুদিন তুমি
সুখের আবেশে ভাসতে গো ডানা মেলে।
আজ বেলাশেষে জীবনের এই ক্ষণে
বারবার শুধু এ কথাই মনে আসে,
আনন্দ মোরা পাইনি তেমন করে
যে আনন্দ রয় জীবনের ইতিহাসে।
অপূর্ণ রয় অনেক কিছুই জানি
মন ঘেঁটে মরে অতীতের কথকতা,
আমি একা একা বসে লিখেছি অনেক গান
0 Comments